হাওড়া,৮ ফেব্রুয়ারি:- হাওড়ার শালিমার রেল পুলিশ থানার উদ্যোগে শনিবার সকালে এক ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। সাঁত্রাগাছি স্টেশন বিল্ডিং সংলগ্ন এলাকায় আয়োজিত হয় ওই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএস অধীর শর্মা, সোমা দাস মিত্র, ওয়াদেশ পাঠক, হাওড়ার রেল পুলিশ সুপার কে কানন প্রমুখ।এছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাস ভট্টাচার্য ও তারকেশ্বর ওঝা।শালিমার জিআরপিএস সূত্রে জানা গিয়েছে, এই ম্যারাথন দৌড় শুরু হয় হাওড়া ডিভিশনালের দক্ষিণ পূর্ব রেল শাখার সাঁত্রাগাছি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের স্টেশন বিল্ডিংয়ের সামনে থেকে। এরপর মৌখালির বারো নম্বর রেল গেট হয়ে সেটি স্টেশন বিল্ডিংয়ে এসে শেষ হয়।এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন ১২২জন প্রতিযোগী। এই খেলায় প্রথম স্থান অধিকার করেন বিভাস মন্ডল। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন সোমনাথ সানি ও পঙ্কজ ভগত। এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা দেখার জন্য এদিন প্রবল উৎসাহ ও উন্মাদনা লক্ষ্য করা যায়।