হুগলি,৮ ফেব্রুয়ারি:- একটা সময় ভারতের গর্বের খেলা যদি বলা হয় তাহলে প্রথমেই হকির নাম আগে আসতো। বর্তমানেও দেশের জাতীয় খেলা হলেও এখন হকির প্রচলন অনেকটই কমে গিয়েছে। তাই এই হারিয়ে যাওয়া খেলাটিকে সবার আগে আনার লক্ষে পর পর আট বছর হকি টুর্নামেন্ট করে আসছে রিষড়া হকি এ্যাসোসিয়েশন। রিষড়া বারোজিবীর স্কুল মাঠে দুই দিন ব্যাপী এই টুর্নামেন্টে কোচবিহার, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, হুগলী সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ২৪ টি টিম অংশগ্রহণ করে। শুধু মাত্র পুরুষদের নয় মহিলাদের হকি খেলা দেখার জন্য মাঠে দর্শকদের ভিড় উপচে পরে। উদ্যোক্তাদের দাবি আগামি দিনে হকির প্রচলন কে আরও এগিয়ে নিয়ে যাওয়াই মুল লক্ষ।আজ এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্মসমিতির সদস্য ও ক্রীড়া সংগঠক মানস রায় । ছিলেন তৃণমূল নেতা ও এই ক্লাবের সভাপতি নিখিল চক্রবর্তী।