অঞ্জন চট্টোপাধ্যায়,৬ ফেব্রুয়ারি:- আইজল ম্যাচকেই পাখির চোখ মারিওর। ডার্বি সহ বাকি ম্যাচ যুবভারতীতেই খেলবে ইস্ট বেঙ্গল । আই লিগের টেবিলে নীচে থাকা দল ইস্টবেঙ্গলের কাছে আশার আলো নেই বললেই চলে। তারওপর দলে কার্ড ও চোট আঘাতের সমস্যা। এমন পরিস্থিতিতে আজ কল্যাণীতে লিগ টেবিলের নীচের দিকে থাকা আইজল এফসির মুখোমুখি হচ্ছে টিম ইস্ট বেঙ্গল। তাদের বিরুদ্ধে জিতবে কিনা দল তা নিয়ে ধন্দে সকলে। দলের মনোবল তলানিতে। এই অবস্থায় চোট পেলেন জুয়ানমেরা গঞ্জালেস। তবে দলের ফিজিও জানাচ্ছেন তার খেলতে কোনো অসুবিধে নেই। তবে আইজলের বিরুদ্ধে দলে কয়েকটি পরিবর্তনের ইঙ্গিত শোনা গেল ইস্টবেঙ্গলের নতুন কোচ মারিওর গলায়। দলে কয়েকজন ফুটবলারের অবস্থানও বদল হতে পারে। কার্ড সমস্যায় মার্কোস এসপাদা নেই। ফলে ক্রোমা শুরু থেকে খেলবেন। তার সঙ্গে জুটি বাঁধতে পারেন বিদ্যাসাগর সিং। হাইমে স্যান্টোস কোলাডো ফর্মে নেই। তবে কোলাডো নামবেন প্রথম থেকেই। কোলাডোকে নিয়ে মারিও জানান, ও প্রতিভাবান ফুটবলার। তবে ওর মনোসংযোগের অভাব রয়েছে । ফুটবলের থেকে অন্য ব্যাপারে ও বেশি মন দিয়ে ফেলছে। ওযদি ফোকাস ঠিক রাখে তাহলে ওকে কেউ থামাতে পারবে না। এদিকে শৃঙ্খলাজনিত কারণে আবার শোকজ করা হয়েছে কাশিম আইদারা ও গোলরক্ষক রালতেকে। ফলে কোচের দায়িত্ব নেওয়া মারিও রিবেরার কাজটা মোটেই সহজ হবে না। তবে ইস্টবেঙ্গলের নতুন কোচ মারিও দলের ওপর আস্থা রাখছেন।
অ্যারোজ ম্যাচে হারের পরও তিনি বলছেন, যতক্ষণ অঙ্কের বিচারে ঢিঁকে থাকবো, ততক্ষণ আস্থা রাখতেই হবে। অ্যারোজ ম্যাচে হারটা আমাদের কাছে সাময়িক একটা ধাক্কা। ১০ বারের মধ্যে ৯ বারই আমরা হারাব অ্যারোজকে। সুতরাং সেই হার নিয়ে আমরা ভাবছি না। দলের প্রত্যেক খেলোয়াড় আমার কথা শুনছে। আমার পদ্ধতি রপ্ত করেছে। আইজল ম্যাচে আমরা ঘুরে দাঁড়াচ্ছি এই কথাটা দিতে পারি। দরকার পড়লে পরবর্তীকালে দলে মনোবিদ রাখার কথা ভাবা হবে। চাপ কাটাতে ফিনিশিং ও পাসিং ফুটবলে বেশি জোর দিচ্ছেন অ্যালেজান্দ্রোর প্রাক্তন সহকারী। সেকারণে তিনি প্রথম ২০ মিনিটেই গোল চাইছেন। তার কথায়, প্রথমে গোল দিয়ে দিলে অনেক চাপমুক্ত থাকা যায়। সেকারণে দলকে বলেছি চাপমুক্ত হয়ে প্রথম থেকেই আক্রমণে যেতে হবে। এখনো লিগের লড়াই বাকি আছে। এদিকে আইজল কোচ রোজারিও বলেন, অ্যারোজ ম্যাচ ইস্টবেঙ্গল হেরেছে। তাই ওরা আরো বেশি তেতে থাকবে আমাদের হারাতে। ওদের মার্কোস নেই, তবে ক্রোমার মতো ফুটবলার আছে। লড়াই কঠিন হবে। এদিকে ১৩ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল – পঞ্জাব এফসি ম্যাচ। ওই ম্যাচ থেকে ফিরতি ডার্বি সহ সব হোম ম্যাচই ইস্টবেঙ্গল খেলবে সল্টলেক স্টেডিয়ামে। কোয়েস চেয়েছিলো খরচ বাঁচাতে ডার্বি ওড়িশায় নিয়ে যেতে। সেখানে আসরে নামেন ইস্ট বেঙ্গলের কর্তারা। তারা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস কে ক্লাবের প্যাডে যুবভারতীতে ম্যাচ খেলার জন্য আবেদন করেন। ক্রীড়ামন্ত্রী জানান,ইস্টবেঙ্গল ক্লাব হোম ম্যাচের জন্য সল্টলেক স্টেডিয়াম চেয়েছিলো। এখানে কোনো কর্পোরেট সংস্থা যুক্ত নয়। তাই ১৫ হাজার টাকায় আগামী সপ্তাহ থেকে সব হোম ম্যাচ সল্টলেক স্টেডিয়ামে সংগঠন করতে পারবে ইস্টবেঙ্গল।Related Articles
গোঘাটে বন্যার জলে মৃত্যু নাবালকের।
আরামবাগ, ১ অক্টোবর:- ২০২১ সালের ভয়ঙ্কর বন্যায় প্রথম মৃত্যু খবরে শোকের ছায়া আরামবাগে। গোঘাটের বালি অঞ্চলের দিঘরা এলাকায় জলের স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হয় এক নাবালকের। এমনটাই দাবী স্থানীয়দের। মৃত ওই নাবালকের নাম শিবু দাস। বাড়ি গোঘাটের লক্ষ্মীপুরে। বয়স হয়েছিলো সতেরো বয়স। স্থানীয় সুত্রে জানা গেছে এদিন সকাল থেকেই নিখোঁজ ছিলো শিবু। দ্বারকেশ্বর নদীর জলে […]
বিধ্বংসী রাইডু , লড়াকু মেজাজে ডুপ্লেসি, জয় দিয়েই ক্রিকেটে প্রত্যাবর্তন মাহির ।
স্পোর্টস ডেস্ক , ২০ সেপ্টেম্বর:- আম্বাতি রাইডু ও ফ্যাফ ডুপ্লেসির বিধ্বংসী ব্যাটে ভর করে আইপিএল এর প্রথম ম্যাচেই ৫ উইকেটে জয়ী ধোনির চেন্নাই সুপার কিংস। দীর্ঘদিন পর মাঠে ফিরেই আম্বাতি রাইডু অসাধারণ ইনিংস খেলে একাই করলেন ৭১ রান। অন্যদিকে ৫৮ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করলেন ফ্যাফ ডুপ্লেসি। পাশাপাশি শেষদিকে স্লগ ওভারে ব্যাটে নেমে […]
স্মার্ট ফোন কেনার বাবদ দশ হাজার টাকার চেক তুলে দুলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৪ নভেম্বর:- রাজ্য সরকার দ্বাদশ শ্রেণীর ১০ লক্ষ পড়ুয়ার ট্যাব অথবা স্মার্ট ফোন কেনার জন্য ১০ হাজার টাকা করে দিয়েছে।কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতীকী ভাবে কয়েকজন পড়ুয়ার হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন। তিনি বলেন, করোনার সময় যখন ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতে পারতেন না, পড়াশোনায় অসুবিধা হত, তখনই […]








