হাওড়া,৫ ফেব্রুয়ারি:- বিজেপি করে তিনি গরীব হয়ে গিয়েছেন। বিজেপি করাতে কাজ পাচ্ছেন না। তার সিনেমা হিট হলে বিজেপির সুবিধা হবে। সেই কারণেই তাকে সিনেমা করতে দেওয়া হয় না। হাওড়ায় এসে সাংবাদিকদের বললেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। বুদ্ধিজীবীদের নিয়েও এদিন মন্তব্য করেন তিনি। বুধবার হাওড়ায় এক দলীয় কর্মসূচিতে এসে তিনি বলেন, “আজকে বিজেপি করতে এসে আমি অত্যন্ত গরীব হয়ে গেছি। ২০১৪ সালের যারা পলিটিক্যাল খবর রাখেন, ২০১৪ সালের ইলেকশনের সময় দেখুন আর ২০১৯ সালের সময় দেখুন আমার সমস্ত বন্ধ করে দিয়েছে।
আমার যেখান থেকে রোজগার সিনেমা, থিয়েটার, যাত্রা সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। লাইট, সাউন্ড, অ্যাকশন এগুলো কেড়ে নেওয়া কতটা পাপ। আমি তো সিনেমা লাইন থেকে বিতাড়িত নয়। আমার ছবি তো মোটামুটি ভাল লাগে। সে তো এখনও প্রমাণ হচ্ছে। আমি যেখানে যাচ্ছি সভাতে মানুষের ভীড় দেখছি। তাই আজকে আমাকে সিনেমা করতে দেওয়া হয় না। আমার সিনেমা হিট হলে বিজেপির লাভ হয়ে যাবে। সেই কারণে আমাকে সিনেমা করতে দেওয়া হয় না।” এদিন বুদ্ধিজীবীদের প্রসঙ্গে জয় বলেন, “বুদ্ধিজীবী ? তাদের কথা না বলাই ভাল। আমরা সিপিএম আমলেও দেখেছি যখন যেরকম তখন সেরকম। এখন তৃণমূলের আমলেও দেখছি। সেজন্য ওদের চরিত্র ওরকমই থাকবে। ওরা পাল্টাবে না। যেখান থেকে সুযোগ পাবে সেখানের হয়েই চেঁচাবে। আমরা সরকারে এলে আমাদের থেকেও সুযোগ সুবিধে আদায় করতে পারলে আমাদের হয়েও চেঁচাবে। এই হচ্ছে ওদের চরিত্র।”