এই মুহূর্তে জেলা

কোচবিহারে পথ কুকুরদের রেডিয়াম বেল্ট পরানো হলো।

 

কোচবিহার,৪ ফেব্রুয়ারি:- পথ কুকুরদের নিরাপদে রাখতে এবার একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পথ কুকুরদের রেডিয়াম বেল্ট পরানো হয়। মঙ্গলবার অ্যানিম্যালস এন্ড রিচার্স সোসাইটির উদ্যোগে এই কর্মসূচী পালন হয়। এইদিন ছিল এই সংস্থার প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ওই স্বেচ্ছাসেবী সংস্থার থেকে বলা হয়েছে। কোচবিহার শহরের গুঞ্জবাড়ি থেকে ২নং ব্লকের পুন্ডিবাড়ি পর্যন্ত পথ কুকুরদের বেল্ট পরানো হয়। সংস্থার সম্পাদক অধিরথ আইচ বলেন, পথ কুকুরদের দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

There is no slider selected or the slider was deleted.


একই ভাবে কুকুরদের কারনেও অনেক সময়ে বিভিন্ন যানবাহন দুর্ঘটনার কবলে পরে। এসব থেকে রক্ষা পেতেই এই বেল্ট গুলো কুকুরদের গলায় পরানো হয় বলে তিনি জানান। গত ৩ মাসে পুন্ডিবাড়ি থেকে খাগড়াবাড়ি পর্যন্ত সড়ক পথে প্রায় ১০০ কুকুরের মৃত্যু হয়েছে বলে তিনি জানান। জাতীয় সড়কে এই দুর্ঘটনার হার বেশি থাকায় জাতীয় সড়কে থাকা পথ কুকুরদের এই বেল্ট পরানো হয়েছে এদিন।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.