এই মুহূর্তে জেলা

পুরসভার টাইম কলে দূষিত জল সরবরাহের অভিযোগ। পেটের রোগের সমস্যা বাড়ছে উত্তর হাওড়ার বেশ কিছু এলাকায়।

 

হাওড়া,৩১ জানুয়ারি:- পুরসভার জলের কলে আসা দূষিত জল পান করে পেটের সমস্যায় ভুগছেন অনেকে। এমনই অভিযোগ উঠল এবার হাওড়ায়। ইতিমধ্যেই অসুস্থ হয়ে সত্যবালা আই ডি হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকেই। অনেকেই বাধ্য হয়ে এখন গ্যাঁটের পয়সা খরচ করে জল কিনে খাচ্ছেন। গত কয়েক সপ্তাহ ধরে এমনই ছবি  দেখা গেছে উত্তর হাওড়ার বেশ কয়েকটি ওয়ার্ডে। জানুয়ারি মাসে এখনও পর্যন্ত ২৬১ জন পেটের সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন সত্যবালা আই ডি হাসপাতালে। পুরসভাকে এবং স্থানীয় বোরো অফিসে বিষয়টি জানালেও এখনও পর্যন্ত সুরাহা না মেলার অভিযোগ উঠেছে।  জানা গেছে, গত প্রায় কয়েক সপ্তাহ ধরে উত্তর হাওড়ার ১,২,৩,৪,৬ সহ বেশ কয়েকটি ওয়ার্ডের কিছু এলাকায় পুরসভার টাইমকলে ঘোলা জল আসছে। যার রং কিছুটা লালচে। ওই পানীয় জল বেশ দুর্গন্ধ বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কৃষ্ণতারন নস্কর লেন, লালবিহারী বোস লেন, দূর্গাপালের মাঠ, দয়ারাম নস্কর লেন,

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                              নবীন ঘোষ লেন, পালের বাগানের মাঠ প্রভৃতি এলাকায় এই দূষিত জল সরবারহ হচ্ছে বলে অভিযোগ। সেই জল পান করে ইতিমধ্যেই শতাধিক মানুষ পেটের সমস্যায় আক্রান্ত হয়েছেন। পেটে ব্যাথা, পাতলা পায়খানা সহ নানা উপসর্গ দেখা দিচ্ছে এলাকার বাসিন্দাদের মধ্যে। স্থানীয় চিকিৎসকদের কাছে চিকিৎসা করানোর পাশাপাশি অনেককেই ছুটতে হয়েছে সত্যবালা আই ডি হাসপাতালে। শারীরিক অবস্থার কারণে বেশ কয়েকজন বাসিন্দাকে ইতিমধ্যেই ভর্তি করতে হয়েছে হাসপাতালে। ইতিমধ্যেই ১নম্বর বোরো অফিসে এবং হাওড়া পুরসভায় মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে। দয়ারাম নস্কর লেনের স্থানীয় এক বাসিন্দা জানান, সকালে ৭টা থেকে ৮টা পর্যন্ত যে জল আসে তা ঘোলা। অনেকটা লালচে রঙের, এবং দুর্গন্ধযুক্ত। সেই জল খেয়ে পেটের সমস্যা হচ্ছে। তাই বাধ্য হয়ে পানীয়জল কিনে খেতে হচ্ছে। পুরসভাকে জানিয়েও কোন লাভ হয়নি বলেও জানান তিনি। এদিকে, স্থানীয় সত্যবালা আইডি হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডঃ সুস্মিতা দাসগুপ্ত বলেন,

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                       গত কয়েকদিন ধরেই উত্তর হাওড়ার বেশ কিছু এলাকার মানুষ পেটের সমস্যার কারণে এই হাসপাতালে ভর্তি হয়েছেন। ওইসব এলাকা থেকে মোট ২৮জন রোগী বর্তমানে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে জলের কারণেই এই সংক্রমণ হয়েছে। ওই হাসপাতালের এক চিকিৎসক বলেন, প্রাথমিকভাবে পানীয় জলের কারণেই ডাইরিয়ার এই সংক্রমণ বলে মনে হচ্ছে। তবে ঋতু পরিবর্তনের সময়েও এই ধরনের সমস্যা হতে পারে। শুধু জানুয়ারী মাসে ২৬১জন ডাইরিয়া আক্রান্তের চিকিৎসা করা হয়েছে। হাওড়া পুর কমিশনার তথা পুর প্রশাসক বিজিন কৃষ্ণ জানান, গত ২-৩দিন আগে অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে। জলে কিভাবে এই সমস্যা হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে।

There is no slider selected or the slider was deleted.