কোচবিহার,৩০ জানুয়ারি:- বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ওই ঘটনায় আহত হয়েছে এক বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডে। আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তুফানগঞ্জ থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। জানা গেছে, আক্রান্ত ওই ওয়ার্ডের বিজেপি কর্মী বিপ্লব চক্রবর্তীর বাড়ি ও দোকানের উপর হামালা চালায় দুষ্কৃতীর দল। বিপ্লব বাবুর অভিযোগ, মঙ্গলবার রাতে কিছু দুষ্কৃতী আমার উপর হামলা চালায়। এবং তারপর আমার দোকান ও বাড়ি ভাঙচুর করে। আমার দাদা বাঁচাতে গেল তাঁরা দাদার উপর হামলা চালায়। কে বা কারা এই রকম ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখবে। বিজেপির অভিযোগ, তৃণমূল দুষ্কৃতীরা এই রকমের ঘটনা ঘটিয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।