উঃ২৪পরগনা,৩০ জানুয়ারি:- জোড়া খুনের ঘটনায় তিন অভিযুক্তের মধ্যে একজনের মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো বনগাঁয় মৃতের বাড়িতে পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ ধাক্কাধাক্কি ঘটনা স্থলে। বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়লো পুলিশ। প্রসঙ্গত গত ১৮ ডিসেম্বর বনগাঁ মনিগ্রাম এলাকায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তপতী মন্ডল ও প্রসেনজিতের বৈদ্যের। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তপতির ভাই ভীম মন্ডল এবং আরো দুজনকে গ্রেফতার করে পুলিশ। গত সোমবার দমদম সেন্ট্রাল জেলে মৃত্যু হয় ভিন্ন মন্ডলের। এরপর আজ ভীমের বাড়িতে পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার লোকেরা এবং পরিবারের লোকেরা।
পরিবারের অভিযোগ, বনগাঁ থানার এসআই পরিতোষ হালদারকে বিনাদোষে তাকে গ্রেপ্তার করেছে এবং থানার মধ্যে নিয়ে গিয়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। তাদের আরও দাবি, মৃত্যুর আগে ভিম অত্যাচারের কথা বলে গেছে। এরপরই পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভ থেকে পুলিশকে মারধর করা হয় বলেও অভিযোগ। পরিস্থিতি বেগতি দেখে কোনোক্রমে এসআই পরিতোষ হালদার পুলিশের গাড়িতে করে এলাকা ছাড়েন। ঘটনাস্থলে বনগাঁ থানার বিশাল পুলিশবাহিনী এলে আরো ক্ষোভে ফেটে পরে এলাকার মানুষ।





