এই মুহূর্তে জেলা

বাঁকুড়ায় ফের হাতির হানায় মৃত্যু দু জনের।

 

 বাঁকুড়া,২৯ জানুয়ারি:- বাঁকুড়াবাসী নাজেহাল প্রায় এক সপ্তাহ ধরে হাতির তান্ডবে। বাঁকুড়ার রানীবাঁধ থানা এলাকার বুধখিলা গ্রামে বুধবার ভোর রাতে হাতির হানায় মৃত্যু হয় দু জনের। কুড়িটি হাতির দল কয়েকদিন ধরেই জেলার বিভিন্ন এলাকায় ডুকে ক্ষতি করছে লক্ষ টাকার ফসল। বাঁকুড়ার রানীবাঁধেও বেশ কিছু জমির ফসল ক্ষতি করে। প্রতিবাধে পথ অবরোধ স্থানীয়দের। প্রায় এক সপ্তাহ ধরে সারেঙ্গা, সিমলাপাল, পিড়র গাড়ী মোড় রেঞ্জের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে কুড়িটি হাতির দল।

There is no slider selected or the slider was deleted.

পুলিশ সূত্রে জানা যায়, মৃত দুজনের নাম বাসন্তী সর্দার (৩৫) ও ধরণী সর্দার (৬৫)। রানিবাঁধ এলাকায় ঢুকে পড়ে প্রায় ২০ টি হাতির দল।বনদপ্তর এর তরফ থেকে গ্রামবাসীদের জানানো হয়নি বলে অভিযোগ। রাতের বেলা ঘরের দাওয়ায় ঘুমোচ্ছিলেন বৃদ্ধ ধরণী সর্দার। কুড়িটি হাতির দল থেকে একটি হাতি ঘুমন্ত অবস্থায় ওই বৃদ্ধকে পিষে মারে। বাসন্তী দাস নামে এক মহিলা প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফিরছিলো সেই সময় তাকে হাতির দলের সামনে পড়ে যায়। ওই মহিলা ছুটে পালানোর চেষ্টা করলে তাকে শুড়ে করে পেচিয়ে পায় করে পিষে দেয় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। এই ঘটনাকে ঘিরে বনদপ্তর এর বিরুদ্ধে ক্ষোভ দেখায় ও পথ অবরোধ করে এলাকাবাসী।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.