মালদা,২৮ জানুয়ারি:- মালদা শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে কালিয়াচক ব্লকের আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের মিলিক সুলতানপুর গ্রাম যেন বিএসএফের তৈরি করা ডিটেনশন ক্যাম্পে পরিণত হয়েছে। এমনই অভিযোগ ওই গ্রামের বাসিন্দাদের। মঙ্গলবার মিলিক সুলতানপুর গ্রামের বাসিন্দাদের অবস্থা দেখতে হাজির হন সিপিএমের পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম সহ মালদা জেলা বাম ফ্রন্টের নেতারা। বিএসএফের বিরুদ্ধে তাদের ক্ষোভ উগরে দেন।
কালিয়াচক ৩ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মিলিক সুলতানপুর গ্রামে প্রায় ৫০০ পরিবার বসবাস করেন। গ্রাম থেকে দেড় কিলোমিটার দূরে রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত। সামনে রয়েছে একটি নদী। যে কারণে, কিছু এলাকায় তারকাটার বেড়া নেই। বিএসএফের পক্ষ থেকে নিজেরাই অস্থায়ীভাবে বাঁশের বেড়া দিয়ে তাদের সুবিধার জন্য চেকপোস্ট তৈরি করেছে। এখানেই আপত্তি তুলেছেন ওই গ্রামের বাসিন্দারা।
গ্রামবাসীদের আরও অভিযোগ , সীমান্ত এলাকার জিরো পয়েন্ট থেকে দেড় কিলোমিটার দূরে তারকাটার বেড়া করতে চাইছে বিএসএফ। আমরা বাঁধা দিয়েছি। কারণ জিরো পয়েন্ট থেকে দেড় কিলোমিটার এলাকা যদি তারকাটার বেড়া ওপারে চলে যায়। তাহলে ভারতের বিশাল একটা অংশ ওপারে চলে যাবে। সেই কারণে অস্থায়ীভাবে বিএসএফ কর্তৃপক্ষ চেকিং পয়েন্ট বানিয়েছে।