কলকাতা,২৭ জানুয়ারি:- আগামী দিন যুবদের তৈরী হতে হবে।। আগামী সমাজের কাজ করবে ছাত্র যুবরা। মাটি আমাদের বলে কাউকে ভাগাভাগি করো না।। ছাত্র রাজনীতি করার সময় আমি ভয় পেতাম না।। ছাত্র রাজনীতির সময় সকলকে সাহায্য করতাম। ছাত্র রাজনীতি করার সময় আমরা ঘেরাও করেছি। আমাদের সময় রেগুলার লড়াই হতো। কলেজে এই রকম হয়।এখন সেটাকে নিয়ে বাড়াবাড়ি হয়। সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ছাত্র-যুবদের এক সমাবেশে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও তিনি বিজেপির বিরুদ্ধে সোচ্চার হলেন। ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করতে ছাত্র-যুবদের ভূমিকাও স্মরণ করিয়ে দেন তিনি।
সিএএ-এনআরসি নিয়ে দেশের ছাত্ররা যেভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে সেটারও উচ্ছ্বসিত প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই আন্দোলনের সুর আরও চড়ানোর আহ্বানও শোনা গেল তাঁর গলায়। তিনি বলেন, সবস্বতী পুজো মিটলেই আন্দোলনের তেজ আরও বাড়ানো হবে।ছাত্রদের আবেদন মুখ্যমন্ত্রীর ১০০০ বাড়ি বেছে নিন।। সেখানে গিয়ে মানুষকে বোঝান ক্যা এন আর সি ।এন পি আর নিয়ে। এছাড়াও তিনি স্লোগান তোলেন, ‘আমরা ক্রীতদাস নই, ভারতের নাগরিক’। এদিন মঞ্চে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী দু-বছর সাম্প্রাদায়িক শক্তিকে আটকাতে স্বার্থহীনভাবে কাজ করে যাও, কথা দিচ্ছি আমি তোমাদের ভবিষ্যত্ গড়ে দেব’। বাংলার জিডিপি দেশের থেকে অনেক ভালো দাবি করে মুখ্যমন্ত্রী এদিন ছাত্র-যুবদের উদ্দেশে বলেন, ‘এ রাজ্যে আরেকটা সিলিকন ভ্যালি তৈরি হবে। হাজার হাজার ছেলেমেয়ে চাকরি পাবে’। পাশাপাশি তিনি এই বলে সাবধান করেছেন, যেন আন্দোলনের নামে কোনও সম্পত্তির ক্ষতি না হয়। আন্দোলন যেন নিয়ন্ত্রণে থাকে সেই দিকে নজর রাখাতে হবে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘মাথা গরম করে কেউ কিছু করে ফেলো না। তোমাদের এনার্জি মানুষের উপকারে ব্যবহার করো’। পাশাপাশি সিএএ-র সমর্থনে বিজেপির অভিনন্দন যাত্রাকে এদিন ‘বিসর্জন যাত্রা’ বলেও কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।Related Articles
পঞ্চায়েতের আগে তৃণমূলের নতুন কর্মসূচি নবজোয়ার, ঘোষণা অভিষেকের।
কলকাতা, ২০ এপ্রিল:- রাজ্যে আগামী পঞ্চায়েত নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের মতামত নিয়ে প্রার্থী ঠিক করবে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ সব জায়গাতেই এই পদ্ধতিতে প্রার্থী বাছাই করা হবে বলে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। পঞ্চায়েত ভোটের আগে দলের জনভিত্তি মজবুত করতে তিনি আজ তৃণমূলে নব জোয়ার নামে নতুন কর্মসূচি […]
যুবরাজের অবসরের বর্ষপূর্তিতে প্রথম দেখা যুবিকে নিয়ে আবেগতাড়িত শচীন।
স্পোর্টস ডেস্ক , ১২ জুন:- দেখতে দেখতে এক বছর পেরিয়ে গেল। বাইশ গজ থেকে অবসর নিয়েছেন যুবরাজ সিং। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় #MissYouYuvaraj ট্রেন্ডে ভরে গিয়েছে। যুবির অবসরের বর্ষপূর্তিতে স্মৃতির পথ ধরে হাঁটলেন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর আবেগঘন এক পোস্টে শচীন যুবিকে নিয়ে লিখলেন, ” একবছর হয়ে গেল তুমি অবসর নিয়েছো যুবি, তোমাকে আমি প্রথম দেখি […]
আরামবাগে গ্রামীন পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি।
আরামবাগ, ১৬ ডিসেম্বর:- হুগলি জেলা গ্রামীন পুলিশের উদ্যোগে আরামবাগে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি। এই কর্মসূচিটি পরিচালনা করে আরামবাগ মহিলা থানা। সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিকে সামনে রেখে আরামবাগ মহিলা থানার পুলিশ মোটর সাইকেল নিয়ে একটি মিছিল করে।গণপরিবহনে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই কর্মসূচি বলে জানা গেছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডল, […]








