কোচবিহার,২৭ জানুয়ারি:- কাজের প্রলোভন দেখিয়ে ভিন রাজ্য থেকে যুবতীদের বাড়িতে এনে দেহ ব্যবসা চালানোর অভিযোগ উঠল দম্পতির বিরুদ্ধে। ওই ঘটনায় জেরে ২ যুবতী ১ বাড়ির মালিকের স্ত্রীকে আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছে কোচবিহার ২নং ব্লকের মহিষবাতান সংলগ্ন ডুমুরপাড়া এলাকায়। অভিযোগ, ওই এলাকায় ওই বাড়িতে দীর্ঘদিন ধরেই বহিরাগত যুবক-যুবতিদের আনাগোনা চলছিল। সেখানে দেহব্যবসা চলে বলে গ্রামবাসীদের অভিযোগ। এদিন এক যুবতির চিৎকারে বিষয়টি প্রকাশ্যে আসে। স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুন্ডিবাড়ি থানার পুলিশ এসে বাড়ির মালিকের স্ত্রী সহ ৩ জনকে আটক করে থানায় নিয়ে যায়। বাড়ির মালিক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অরুণাচলের থেকে আসা দুই যুবতীর মধ্যে একজনের অভিযোগ,কাপড়ের দোকানে কাজ দেওয়ার নাম করে আমাদের নিয়ে এসে দেহ ব্যবসার কাজে করার চেষ্টা করায়। তাতে আমি ওদের কথায় বাজি না হওয়ায় আমার হাত পা বেঁধে মারধর করে ওই বাড়ির মালিক ও তার স্ত্রী। পরে স্থানীয় লোকজন ওই বাড়ির মহিলাকে মারধোর করেন।
পুলিশ সুত্রে জানা যায়, অভিযোগ পেয়ে আমরা ওই এলাকায় গিয়ে তিন জনকে আটক করি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাড়ির মালিক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।








