এই মুহূর্তে জেলা

হাওড়ায় সাড়ম্বরে পর্যটন মেলা।

 

হাওড়া,২৪ জানুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হাওড়ার ব্যাঁটরা সম্মিলনী মাঠে ২৪ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় শুরু হল বেঙ্গল ট্যুরিজম ইনফরমেশন ফেয়ার ( পর্যটন মেলা ) ২০২০। মেলা চলবে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতরের উদ্যোগে এই “বেঙ্গল ট্যুরিজম ইনফরমেশন ফেয়ার ” শীর্ষক এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, ডাঃ নির্মল মাজি, সাংসদ প্রসূন ব্যানার্জি, জেলাশাসক মুক্তা আর্য, জেলা সভাধিপতি কাবেরী দাস সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ। বাংলার পর্যটন শিল্পের উন্নয়নে এই মেলায় বিশেষ জোর দেওয়া হয়েছে বলে জানান উপস্থিত সকলেই। আগে পর্যটন শিল্পের জন্য বাজেট বরাদ্দ ছিল যেখানে মাত্র ৪৪ কোটি টাকা, বর্তমানে এই বরাদ্দ বাড়িয়ে ৩৬৭ কোটি টাকা করা হয়েছে বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফ থেকে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.