হাওড়া,২৩ জানুয়ারি:- হাওড়ার পিলখানাতেও শুরু হয়েছে সিএএ, এনআরসি-এর বিরুদ্ধে লাগাতার ধর্না আন্দোলন। এখানকার ধর্না মঞ্চ এখন যেন এক টুকরো শাহীনবাগের আকার নিয়েছে। গত ১৭ তারিখ থেকে জি টি রোডের ধারে এখানে রাতভর মঞ্চ বেঁধে চলছে লাগাতার ধর্না প্রদর্শন। সকাল থেকে রাত অবধি তারা সিএএ, এনআরসি এবং এনপিআর এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনে অংশ নিয়েছেন। সামিল হয়েছেন এলাকার মহিলা ও শিশুরাও। হাততালির সঙ্গে মহিলারা ডাফলি বাজিয়ে মুর্হুমুর্হু শ্লোগান দিয়ে চলেছেন। শ্লোগান উঠেছে হল্লা বোল সিএএ, হল্লা বোল এনআরসি,
হল্লা বোল এনপিআর। জানুয়ারির শীতের ঠান্ডাকে উপেক্ষা করেই এখন বাড়ির সব কাজ ফেলে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা খোলা আকাশের নিচে বিক্ষোভ প্রদর্শন করছেন। বয়স্কা মহিলা থেকে শুরু করে শিশু কোলে মায়েদের মঞ্চে অথবা রাস্তায় বসে বিক্ষোভে সামিল হতে দেখা যাচ্ছে। প্রায় এক হপ্তা হতে চলল যত দিন যাচ্ছে তত বেশি মানুষ এই ধর্না মঞ্চে এসে ভিড় জমাচ্ছেন। সিএএ, এনআরসি বিরোধী আন্দোলনে সামিল হচ্ছেন। যতদিন না পর্যন্ত এই কালা কানুন সিএএ এবং এনআরসি প্রত্যাহার করা হচ্ছে ততদিন আন্দোলন চলবে বলে এরা হুমকি দিয়েছেন। তাদের দাবি অবিলম্বে কেন্দ্রীয় সরকার দেশের বিভিন্ন প্রান্তের বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসুক যাতে এর থেকে সমাধান সূত্র বেরিয়ে আসে।Related Articles
কনকনে ঠান্ডার মধ্যে কাশ্মীরে দুরন্ত জয়,লিগ শীর্ষে মোহনবাগান।
অঞ্জন চট্টোপাধ্যায়,৫ জানুয়ারি:- কনকনে ঠান্ডার মধ্যে ৯০ মিনিট খেলা চালিয়ে যাওয়াই ছিল মোহনবাগান ফুটবলারদের কাছে বড় চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জে ভালভাবেই উত্তীর্ণ হলেন ফ্রান গঞ্জালেজরা। ভিকুনা এসব দলকে ভাল খেলার জন্য মোটিভেট করে গিয়েছেন। যার প্রমাণ মিলল মাঠেই। প্রথম থেকে বেশ সচলই দেখাল বাগান ফুটবলারদের। বল মুভও করলেন ভাল। তবে শুরুর দিকে বক্সের ভিতর ফিনিশ […]
ক্ষমা চেয়েও চাকরি হারালেন মঞ্জরেকর।
স্পোর্টস ডেস্ক: আইপিএল ২০২০-এর ধারাভাষ্যকারদের প্যানেল থেকে বাদই যেতে হচ্ছে সঞ্জয় মঞ্জরেকরকে। সম্ভবত আজই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করতে চলেছে বিসিসিআই। একাধিক বিতর্কে জর্জরিত সঞ্জয় মঞ্জরেকর বিসিসিআইয়ের ধারাভাষ্যকারের চাকরি খুইয়েছিলেন। চাকরি ফিরে পেতে নিজের কৃতকর্মের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চেয়েছিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার। কিন্তু তাতেও যে তিনি রেহাই পাচ্ছেন না, তা বোঝা যাচ্ছে। এক […]
টিকিয়াপাড়া কারশেডেও জল।
হাওড়া, ৬ ডিসেম্বর:- জাওয়াদ এর নিম্নচাপের জেরে দু’দিন ভারী বৃষ্টির ফলে জলমগ্ন হাওড়ার একাধিক ওয়ার্ড। বৃষ্টির জল জমেছে দক্ষিণ-পূর্ব রেলের টিকিয়াপাড়া কারশেডেও। যদিও দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আবহাওয়ার উন্নতি না হলে ফের বৃষ্টি হলে আরও জলমগ্ন হবার আশঙ্কা থাকছে রেললাইনে। Post Views: 307