হাওড়া,২১ জানুয়ারি:- হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন রিং রোডে পুলিশের স্টিকার লাগানো গাড়ির ধাক্কায় জখম হলেন এক প্রাতঃভ্রমণকারী। মঙ্গলবার ভোরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় সেখানে। প্রতিদিনের মত এদিনও প্রাতঃভ্রমণকারীরা রাস্তা ধরে হাঁটছিলেন। একটি পুলিশের স্টিকার লাগানো গাড়ি ওই প্রাতঃভ্রমণকারীকে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় জখম হন তিনি। স্থানীয়েরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পাশাপাশি ওই গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ সেই গাড়ির চালককে লাইসেন্স বা কাগজপত্র দেখতে চাইলে কোনও কিছুই সে দেখাতে পারেনি। তারা পুলিশকে খবর দেন। এরই মধ্যে সেই গাড়ির চালক আরো একজনকে ফোন করে ডাকে।
বিশ্ব বাংলা লোগো লাগানো একটি গাড়ি চালিয়ে এক ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছয়।অভিযোগ যে সেই ব্যক্তি সেখানে পৌঁছে রীতিমতো হুমকি সুরে প্রাতঃভ্রমণ কারীদের সাথে কড়া ভাষায় কথা বলেন। তার কাছেও কাগজপত্র দেখতে চাইলে তিনিও কাগজপত্র দেখাতে পারেনি। দীর্ঘক্ষন এই গন্ডগোল চলার পর প্রায় ঘণ্টা দুয়েক পরে সেখানে চ্যাটার্জিহাট থানার পুলিশ আসে। বিষয়টি সামাল দেয়। গাড়ি দুটি পুলিশ আটক করেছে। প্রাতঃভ্রমণকারীদের দাবি প্রতিদিন সকালে শরীরচর্চার জন্য স্টেডিয়ামে গেলেও নিরাপত্তা বিষয়ে তারা আতঙ্কিত এ।কের পর এক দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না।