হুগলি,১৮ জানুয়ারি:- ইস্টবেঙ্গল কর্মকর্তা হিসাবে চাই যেন ইস্টবেঙ্গল জিতুক। কিন্তু জয় হবে ফুটবলেরই।যে দলই জিতুক ভালো খেলবে আশা রাখি । একথা একান্ত সাক্ষাৎকারে নবগ্রামে নিজের বাড়িতে বসে জানান ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা মানস রায়। তিনি বলেন এই মুহূর্তে ক্লাবের পারফরম্যান্স হয়তো ভালো নয় খেলাধুলায় এরকম খারাপ সময় চলেই থাকে। তবু আমার বিশ্বাস এই দল যতই খারাপ খেলুক ডার্বি তে ঠিক ঘুরে দাঁড়াবে কারণ ডার্বিতে লাল হলুদ জার্সি কথা বলে । যদিও মোহনবাগান ইস্টবেঙ্গলের থেকে প্রাচীন ক্লাব দুটো ক্লাবই সমান মর্যাদার। কোন ক্লাবকেই আমি ছোট করবনা । এই খেলা সবসময় ৫০-৫০ । তবে ক্লাবের সদস্য , সমর্থক ও কর্মকর্তা হিসাবে চাইবো ঈস্টবেঙ্গল জিতুক কারণ জিতলে সমর্থকরা সবকিছু ভুলেই আবার লাল হলুদের জন্য গলা ফাটাবেন।