এই মুহূর্তে জেলা

মদ্যপ চালকের হাতে বাসের স্টিয়ারিং উল্টে গেল বরযাত্রী বোঝায় বাস।

 

পশ্চিম মেদিনীপুর,১৮ জানুয়ারি:- মদ্যপ বাস চালকের হাতে বাসের স্টিয়ারিং। আর তাতেই ঘটলো বিপত্তি। বিয়ে বাড়িতে ফিরে আসারন পথে বরযাত্রী বোঝায় বাস উল্টে আহত বেশ কিছু বরযাত্রী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের হাবলা তে। আহতদের উদ্ধার করে গড়বেতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছ শুক্রবার রাত্রে গোয়ালতোড়ের ভেদুয়ার গ্রামের কুন্ডুপাড়ার সুদীপ কুন্ডু বিয়ে করতে গিয়েছিলেন বাঁকুড়ার বিষ্ণুপুর। বাসে করে বরযাত্রী নিয়ে গিয়েছিলেন প্রায় ৭০ জনের মতো। পাত্রীপক্ষের বাড়িতে খাওয়া দাওয়া সেরে রাত্রীতেই বাসের সকল যাত্রী নিজেদের বাড়ি ফিরে আসছিলেন।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                                           ভোর প্রায় চার টা নাগাদ গোয়ালতোড়ের হাবলার কাছে বরযাত্রী বোঝায় বাসটি উল্টে যায় রাস্তার পাশে। ঘটনায় বেশ কিছু যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে গড়বেতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। বাসে থাকা যাত্রীরা জানিয়েছেন বাসের চালক মদ্যপ অবস্থায় বাস চালাচ্ছিল । হাবলাতে এসে ভেদুয়া যাওয়ার রাস্তায় একটি বাঁক রয়েছে। মদ্যপ অবস্থায় থাকার জন্য চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সেখানেই উল্টে যায়। বাসের মধ্যে থাকা বেশ কিছু যাত্রী আহত হয়। সুস্থ যাত্রীরা তাদের উদ্ধার করে গড়বেতা হাসপাতালে নিয়ে যায়। চালক পলাতক। ঘটনাস্থলে গোয়ালতোড় থানার পুলিশ।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.