এই মুহূর্তে জেলা

তুলো বোঝাই লড়িতে আগুন ডানকুনিতে।

হুগলি,১৪ জানুয়ারি:- তুলো বোঝাই লড়িতে আগুন ডানকুনিতে।মঙ্গলবার সন্ধ্যায় ডানকুনি টি এন মুখার্জী রোডে ওঠার আগে তুলো বোঝাই লড়িতে ওভারহেডের বিদ্যুতের তারের সাথে সংযোগ হওয়াতে আগুন ধরে যায়,দাউ দাউ করে জ্বলতে থাকে লড়িটি।লড়িতে থাকা সমস্ত তুলো পুড়ে ছাই হয়ে যায়।স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দিলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।রাস্তার মাঝখানে লড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকায় বহুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.