এই মুহূর্তে জেলা

রিষড়ার বাগখালে মৃত বাঘরোল উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য।

হুগলি,১১ জানুয়ারি:- বাগখালে বাঘের মৃতদেহ উদ্ধার !এমন খবর ছরিয়ে পরতেই সকাল থেকে ভীর জমান স্থানীয় বাসিন্দারা।ঘন বসতির এলাকায় কি করে বাঘ এলো তা নিয়ে শুরু হয় জল্পনা।পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।খবর দেওয়া হয় বন দপ্তরে।বন দপ্তরের কর্মিরা এসে জানায় প্রাণীটি আসলে মেছো বিড়াল যার চলতি নাম বাঘরোল। একেবারে বাঘের মত দেখতে তাই অনেকে ভুল করে বাঘের বাচ্চা মনে করে।
রিষড়া বাগখাল এলাকায় জিটি রোডের পাশে মৃত অবস্থায় পরে থাকতে দেখা যায় হলদে ডোরাকাটা প্রাণীটিকে।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                                                                            বাঘের মত দেখতে হওয়ায় খবর রটে বাঘ দেখা গেছে।গত কয়েক দিন ধরে বাঁকুড়া ঝারগ্রামের জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া গেছে।তাই বাঘ নিয়ে চর্চা চলছে সর্বত্র।রিষড়াতেও বাঘ দেখা গেছে খবর রটতেই ভীর জমে যায়।স্থানীয়রা জানান বাগখাল এলাকায় পরিত্যক্ত কারখানায় জঙ্গল রয়েছে।সেখানেই বসবাস এই প্রাণীর।সম্ভবত খাবারের সন্ধানে বেরিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়।রিষড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়,খবর দেয় বন দপ্তরে।হাওড়া ডিভিশনের বন কর্মিরা এসে প্রাণীটি দেখে জানান এটি বাঘ না বাঘরোল।সধারনত জলাশয় থেকে মাছ শিকার করে এই মেছো বিড়াল।তবে মানুষের কোনো ক্ষতি করে না।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.