হাওড়া,৯ জানুয়ারি:- দুটি বাসের রেষারেষির মাঝে পড়ে গুরুতর জখম হলেন এক ভ্যানচালক। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গেছে, হাওড়ায় ডিএম বাংলোর সামনে একটি মিনিবাস যাত্রীদের নামাচ্ছিল। সেই মিনিবাসের পাশ দিয়ে যাচ্ছিল কাঁচা আনাজ বোঝাই একটি ট্রলি ভ্যান। শিবপুরগামী ৫৫ নং রুটের একটি বাস ট্রলি ভ্যানকে ওভারটেক করতে গেলে ঘটে ওই দুর্ঘটনা। ট্রলি ভ্যানের চালক দুটো বাসের মাঝে পড়ে যান। পিষ্ট হয়ে যায় তার পা। রক্তাক্ত অবস্থায় তাকে পথচলতি মানুষ ও পুলিশ উদ্ধার করে ভর্তি করেন হাওড়া হাসপাতালে। ওভারটেক করতে গিয়েই যাত্রীবাহী বাস ধাক্কা মারে ওই সবজির ভ্যানে।
এই ঘটনায় ভ্যানচালক গুরুতর জখম হন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে হাওড়ায় জেলাশাসকের অফিসের সামনে। জানা গেছে, বেসরকারি বাসটি বঙ্কিম সেতু দিয়ে দ্রুতগতিতে ছুটে আসছিল। সামনে থাকা সবজির তিনচাকা ভ্যানকে বাসটি ওভারটেক করতে যায়। তখনই ঘটে দুর্ঘটনা। ভ্যানের চাকা বাসের নিচে ঢুকে যায়। ওই অবস্থাতেই বাসটি সামনের দিকে কিছুটা এগিয়ে যায়। লোকজন ছুটে এসে ভ্যানচালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে এনে ভর্তি করেন।