এই মুহূর্তে জেলা

ট্রেনের হকার থেকে জাতীয় হাঁটা প্রতিযোগীতায় কোন্নগরের অভিজিৎ , আর্থিক সহযোগিতা স্থানীয় বিধায়কের।

 

হুগলী,৭ জানুয়ারি:- আর্থিক অনটনের মধ্যে দিয়ে কেটে যায় দিন । কখনো বালি চটকলে কাজ , আবার কখনো ট্রেনের হকারি। জীবন যুদ্ধে প্রতিনিয়ত চলছে লড়াই তবু হার মানাতে পারেনি তার ইচ্ছের বিরুদ্ধে । হকারি করেও প্রতিদিন ১০ কিলোমিটার হাঁটা ছিল তার প্রতিদিনের  অনুশীলন। আর আজ এই অনুশীলন জাতীয় হাটা প্রতিযোগীতায় জায়গা করে দিল কোন্নগরের অভিজিৎ মুখার্জিকে । আগামী ৯ ই জানুয়ারি বিশ্বজিত কেরালায় নামতে চলেছে হাটা প্রতিযোগীতায় । অভিজিৎ এর অভিযোগ আমি আর্থিক অনটনের মধ্য দিয়ে জীবন কাটালেও রাজ্য স্তরের বহু প্রতিযোগীতায় পুরস্কার পেলেও জাতীয় হাঁটা প্রতিযোগীতায় প্রথম সুযোগ পেয়েছি । তবে জাতীয় স্তরে সুযোগ পেলেও বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক সমস্যা । তবে অভিজিৎ বলেন বেশ কিছু সংগঠনের সহযোগিতা পেয়েছি পাশাপাশি স্থানীয় বিধায়ক প্রবীর ঘোষাল আর্থিক ভাবে সহযোগিতা করেন ।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.