উঃ২৪পরগনা,৭ জানুয়ারি:- হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার দুপুর একটায় ভাটপাড়া পুরসভায় আস্থা ভোট নিয়ে বৈঠক হল। এবারও বিজেপির কোনও সদস্য আস্থাভোটে হাজির ছিলেন না। ফলে আগের বারের মতো সেই ১৯-০ ভোটে ভাটপাড়ার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা পাশ করিয়ে নিল শাসকদল। জিতেই তৃণমূল কাউন্সিলররা ব্যারাকপুরের বিজেপি সাংসদ তথা ভাটপাড়ার প্রাক্তণ বিধায়ক অর্জুন সিংয়ের বিরুদ্ধে সরব হলেন। কড়া নিরাপত্তায় মঙ্গলবার ভাটপাড়ায় অনাস্থা ভোট হয়েছে। হাইকোর্টের নির্দেশে এদিন ভাটপাড়া পুরসভায় হাজির ছিলেন উত্তর ২৪ পরগণার জেলাশাসক ও ব্যারাকপুরের এসডিও।
ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পদস্থ আধিকারিকরা। এদিন বিজেপির পক্ষ থেকে চেয়ারম্যান সৌরভ সিং সহ কোনও কাউন্সিলর অনাস্থা বৈঠকে হাজির ছিলেন না। সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই আস্থা ভোট ডাকার নির্দেশ দিয়েছে পুরপ্রধানকে। বৈঠকে কী হল তা মুখবন্ধ খামে বৃহস্পতিবার হাইকোর্টে জমা দিতে হবে জেলাশাসক চৈতালি চক্রবর্তীকে। এর আগে ২ জানুয়ারি অনাস্থা ভোটে তৃণমূল ১৯-০ ভোটে জয়ী হয়। সেইদিনই হাইকোর্টে মামলা করেন বিজেপি কাউন্সিলররা। বিচারপতি অরিন্দম সিনহার সিঙ্গল বেঞ্চ সেই বৈঠকের নোটিশ খারিজ করে চেয়ারম্যানের বিরুদ্ধে হওয়া ওই অনাস্থা বৈঠক খারিজ করে দেয়। সেই রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করে তৃণমূল।Related Articles
ফের মানবিক মুখ্যমন্ত্রী , পদযাত্রা থামিয়ে জায়গা করে দিলেন অ্যাম্বুলেন্সকে।
উঃ২৪পরগনা,৯ জানুয়ারি:- ফের মানবিকতার নিরিখে জিতে গেলেন মুখ্যমন্ত্রী। পদযাত্রা থামিয়ে জায়গা করে দিলেন অ্যাম্বুলেন্সকে। মানুষের পাশে দাঁড়িয়ে ফের একবার প্রমাণ করলেন তিনি মানুষের নেত্রী। প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একটি অ্যাম্বুলেন্স চালককে বলেছিলেন, “এখান দিয়ে যেতে দেওয়া যাবে না। লোকে রাস্তায় বসে রয়েছে। ডিসটার্ব হয়ে যাবে। ঘুরিয়ে অন্য দিক দিয়ে নিয়ে […]
স্নাতকে ভর্তি ৮ অক্টোবর পর্যন্ত।
কলকাতা, ২৯ সেপ্টেম্বর:- কলেজ-বিশ্ববিদ্যালয়ের শূন্য আসনে পড়ুয়াদের ভর্তির সুযোগ করে উচ্চ শিক্ষা দপ্তর বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে ভর্তি প্রক্রিয়ার মেয়াদ বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। পোর্টালের মাধ্যমে ওই ভর্তির প্রক্রিয়া ৮ অক্টোবর পর্যন্ত চালু থাকবে বলে জানানো হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী কাল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্নাতক স্তরে প্রথম দফায় ভর্তি-প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। কিন্তু যাদবপুর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় […]
রাজ্যের তথ্য কমিশনার পদের জন্য আবেদন ১৫ প্রার্থীর।
কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- রাজ্যের তথ্য কমিশনার পদের জন্য আবেদন করলেন ১৫ জন প্রার্থী। আবেদনকারীদের তালিকায় রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা। মুখ্যসচিবের পদ থেকে অবসর নেওয়ার পর মুখ্যমন্ত্রী তাঁকে রাজ্য শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করে। সেই পদে থেকেই তিনি রাজ্যের মুখ্য তথ্য কমিশনার পদের জন্য আবেদন করেছেন। চিফ ইনফরমেশন কমিশনারের পদটি গত […]