এই মুহূর্তে খেলাধুলা

অজিত আইজ্যাক আর আলেজান্দ্রো কে চিঠি দিচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব কর্তারা।

কলকাতা,৭ জানুয়ারি:- অজিত আইজ্যাক আর আলেজান্দ্রো কে চিঠি দিচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব কর্তারা। মোহনবাগান যদি স্পন্সর না থেকে এত ভালো পারফরমেন্স করতে পারে তাহলে আমরা পারবো না কেন । মূলত এই দাবিতেই উত্তাল ইস্টবেঙ্গল ক্লাব তাবু। প্রায় আড়াই ঘন্টা ক্লাব রুদ্ধদ্বার বৈঠক করেন  করেন লাল হলুদ কর্তারা।  সেখানে দেবব্রত সরকারদের মনে হয় দুই থেকে তিন বিদেশী ও দেশি ফুটবলার এর জায়গা এখনই বদল আনা হোক। মোহনবাগান যেমন সেকেন্ড উইন্ডো কাজে লাগিয়ে পাপা দিয়ারা কে নিয়েছে তেমনই কোয়েস নতুন বিদেশি নিক। যেহেতু আইলীগের পরে কোয়েস থাকবে না তাই টাকা খরচ করতে না চাইলে ক্লাব কর্তারা টাকার যোগান দেবে। সেজন্য নতুন বিদেশি নিতে অজিত আইজাক ও আলেজান্দ্র কে চিঠি দিছেন নিতু সরকাররা এখন দেখার চিঠি তে কোনো কাজ হয় নাকি !

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.