হাওড়া,২ জানুয়ারি:- জলের পাইপ ফেটে বিপত্তি ঘটল হাওড়া জেলা হাসপাতালে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ ওই ঘটনা ঘটে। পাঁচতলায় ওই ঘটনার জেরে হাসপাতালের ইমারজেন্সি বিভাগের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সিঁড়ি বেয়ে জলের ধারা নিচে নামতে থাকে। প্রতিটি ফ্লোরেই সামান্য জল জমে যায়। যদিও রোগীদের ওয়ার্ডে জল ঢোকেনি বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। জলের স্রোত পাঁচতলা বেয়ে নিচের তলাতেও নেমে আসে। জল মাড়িয়েই যাতায়াত করতে হয় চিকিৎসক, নার্স থেকে শুরু করে রোগীর আত্মীয়দের। জল বের করার দ্রুত উদ্যোগ নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এভাবেই বেশ কিছুক্ষণ সকলকে নাকাল হতে হয়। পরে পিডব্লুউডি-র ইঞ্জিনিয়াররা সেখানে এসে জলের পাইপ মেরামত করেন। দুপুর নাগাদ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায়।







