হাওড়া,২৮ ডিসেম্বর:- সর্বভারতীয় স্তরে দু’দিনের প্রাক্তনী সম্মেলনের সূচনা হলো বেলুড় মঠে। শনিবার সকালে এর সূচনা হয়। দু’দিনের এই সম্মেলনে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রায় সাড়ে ৩ হাজার প্রাক্তন ছাত্রছাত্রী যোগ দেবেন। এই সম্মেলনে দেশের ৪৮টি রামকৃষ্ণ মঠ ও মিশনের অধীন প্রায় দ্বিশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনীরা যোগ দিয়েছেন। শনিবার সম্মেলনের সূচনা করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিবেক দেবরায় সহ বহু বিশিষ্ট কৃতী মানুষ তথা এখানকার প্রাক্তনীরা এই সম্মেলনে যোগ দেন। এই সম্মেলনে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
রবিবার শেষদিন মঠ চত্বরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সর্বভারতীয় স্তরে এই ধরনের প্রাক্তনী সম্মেলন এই প্রথমবার হচ্ছে। আগামী দিনে আন্তর্জাতিক স্তরে এই ধরনের প্রাক্তনী সম্মেলন করার পরিকল্পনা রয়েছে। স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ তম বর্ষ পূর্তি উৎসবের অঙ্গ হিসেবেই বেলুড় মঠে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রাক্তনীদের নিয়ে এই ধরনের সর্বভারতীয় সম্মেলন করা হচ্ছে। দেশ বিদেশে ছড়িয়ে থাকা প্রাক্তন ছাত্রদের নিয়েই এই প্রাক্তনী সম্মেলন এর আয়োজন করেছে রামকৃষ্ণ মঠ ও মিশন।এদিন সূচনা পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টামন্ডলীর চেয়ারম্যান বিবেক দেবরায়। এছাড়াও অনেক বিশিষ্টরা উপস্থিত ছিলেন। রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্রদের কাছেও এদিন ছিল এক স্মরণীয় দিন। এই প্রথমবার বেলুড়মঠে প্রাক্তন ছাত্রদের নিয়ে প্রাক্তনী সম্মেলন হলো। যার শুরু হয়েছে এদিন সকাল ৯ টায়। চলবে আগামীকাল পর্যন্ত। এই অনুষ্ঠানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত প্রাক্তন ছাত্র-ছাত্রীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। বিশিষ্টজনেরা যেমন এসেছেন, এসেছেন প্রতিষ্ঠিত ছাত্ররা। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মন্ডলীর প্রধান বিবেক দেবরায় প্রাক্তনী হিসাবে এসে নস্ট্যালজিক হয়ে পড়েন।