হাওড়া,২৭ডিসেম্বর:- এবার বেশ কয়েক দফা দাবির ভিত্তিতে হাওড়ায় ডিআরএম অফিসের সামনে ধর্নায় বসলেন রেলের গার্ড এবং ড্রাইভাররা। শুক্রবার বিকেলে ধর্নার পাশাপাশি ডিআরএমের কাছে কাছে স্মারকলিপি জমা দেন তারা। শুক্রবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এই ধর্না। এদিন পূর্ব রেলের অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন (এআইলআরএসএ) এবং অল ইন্ডিয়া গার্ড কাউন্সিল (এআইজিসি) এই ধর্নায় সামিল হন। তবে বিভিন্ন দাবিতে ধর্নায় বসলেও এদিন কাজ বন্ধ করা হয়নি। এদিন ধর্নায় প্রায় ১০০ জন সামিল হন।
এআইলআরএসএ-র জোনাল সেক্রেটারি সুভাষ চন্দ্র মজুমদারের অভিযোগ, ২০১৬ সালে তাদের লিভ অ্যালাউন্সের বিষয় ঘোষণা করে সরকার। এরপর দীর্ঘদিন কেটে গেলেও তাঁদের সেই বর্ধিত ভাতা চালু হয়নি। তাঁর আরও অভিযোগ, অন্যান্য রেলে সেই বর্ধিত ভাতা দেওয়া হলেও পূর্ব রেলে সেই ভাতা এখনও কার্যকর হয়নি।এব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এরপরেও কোনও পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের কথা বলেন তিনি। শুধু তাই নয়, এদিন তিনি গার্ড এবং ড্রাইভারদের নিরাপত্তার দেওয়ার দাবি তুলেছেন তারা।








