হাওড়া,২৪ ডিসেম্বর:- ফের গাঁজা উদ্ধারে বড়সড় সাফল্য পেল হাওড়া সিটি পুলিশ। সোমবার ৬ নং জাতীয় সড়কে বিশেষ অভিযান চালিয়ে সেখান থেকে উদ্ধার হয় ১১০ কেজিরও বেশি গাঁজা। গাঁজা পাচারের অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম অভিষেক বিশ্বাস ওরফে অরূপ, আনন্দ বিশ্বাস এবং সিফান খোরা। ধৃত অরূপ এবং আনন্দ নদিয়ার চাকদার বাসিন্দা। ওপর ধৃত সিফানের বাড়ি ওড়িশার কোরাপুটে। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ওইদিন রাতে ৬ নং জাতীয় সড়কে বিশেষ অভিযান চালায় হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। হাওড়ার লিলুয়া থানা এলাকায় জাতীয় সড়কের ডানকুনিগামী লেনে একটি গাড়ি দেখে সন্দেহ হলে সেই গাড়িটি আটক করে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়।
তাঁরা অসংলগ্ন উত্তর দিলে গাড়িটি তল্লাশি শুরু করে পুলিশ। তল্লাশির সময় সেই গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ১১০ কেজি গাঁজা। বিপুল পরিমাণ এই গাঁজার কোনও নথি তারা দেখাতে পারেনি। এগুলি বেআইনিভাবে পাচার হচ্ছিল। বেআইনিভাবে গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় তিনজনকে। তাঁদের বিরুদ্ধে এনডিপিএস আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।






