এই মুহূর্তে জেলা

অধীর চৌধুরী পশ্চিমবঙ্গে বিজেপি ও আর,এস,এস এর বড় দালাল ! এন,আর,সি বিরোধী মিছিলে বিস্ফোরক কল্যাণ বন্দোপাধ্যায়।

হুগলি,২৩ ডিসেম্বর:- বিজেপি চলে যাচ্ছে আমরা খুব খুশি। আমরা তো আর অধির চৌধুরি নই যে যেকোন উপায়ে বাংলায় বিজেপি ও আরএসএসকে এগিয়ে রাখতে হবে ! এমনই মন্তব্য শ্রীরামপুরের সাংসদ কল্যান ব্যানার্জীর। আজ এন আর সি ও সি এ এর প্রতিবাদে এক মহামিছিলে আয়োজন করে এমনই মন্তব্য করেন সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়।শ্রীরামপুরের সাংসদ কল্যান ব্যানার্জির নেতৃত্ত্বে এই মিছিল চাঁপদানি পলতা ঘাট থেকে শুরু হয়। শ্রীরামপুরের মাহেশে শেষ হয় এই প্রতিবাদ মিছিল।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                                                     প্রায় কয়েক হাজার তৃনমুল কর্মী সমর্থক এই মিছিলে অংশ নিয়ে ছিলেন। চাঁপদানি পৌরসভার পৌর প্রধান সুরেশ মিশ্র ,প্রাক্তন বিধায়ক মুজাফফর খান , বৈদ্যবাটি পৌরসভার পুরপ্রধান অরিন্দম গুঁই, সি,আই, সি সুবীর ঘোষ, জেলা সভাপতি দিলীপ যাদব, রিষরার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র , জেলাপরিষদের কর্মাধক্ষ সুবীর মুখোপাধ্যায় , বিধায়ক স্নেহাশিষ চক্রবর্তী, সহ বিভিন্ন পৌরসভার কাউন্সিলার সহ পঞ্চায়েত সদস্য, ও অগণিত কর্মীরা। মহিলাদের মুখে ছিল মুখ্যমন্ত্রীর মুখোশ। নরেন্দ্র মোদি ও অমিত শাহের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে শ্রীরামপুরের দিকে এগিয়ে চলে প্রতিবাদ মিছিল।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.