বাঁকুড়া,২২ ডিসেম্বর:- টাকা-পয়সা নিয়ে গন্ডগোলের জেরে স্বামীকে মাথা থেঁতলে খুন করল স্ত্রী । খুনের পর নিজেই প্রতিবেশীদের ঢেকে খুনের কথা স্বীকার করে থানায় আত্মসমপর্ণ করলেন বাঁকুড়ার বাসিন্দা বাবলি । স্ত্রী বৃহনা সম্প্রযাদের বলে জানা গেছে মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে বাঁকড়া থানার পুলিশ মৃতের নাম সুনীল পেশায় টোটো চালক কয়েকমাস আগেই বাবলির সঙ্গে বিয়ে হয় বালিতিকুরি সুনীলের সাথে প্রতিবেশীরা জানান বাবলি এলাকার বৃহন্নলা সম্প্রদায়ের সদস্য ছিলেন কাজে বেরিয়ে সুনীল এর সাথে আলাপ হয় বাবলির সেখান থেকে প্রেম তারপর বিয়ে করে দুজনেই সুনীল আদতে জগতবল্লভপুর এর বাসিন্দা । বছর পাঁচেক বালিটিকুরি এলাকায় বসবাস করতেন সুনীল ।
পুলিশের জেরায় বাবলি বলেন বিয়ের পর থেকে কোন কাজ করত না সুনীল স্ত্রীর রোজগারের পয়সায় আনন্দ ফুর্তি করে বেড়াতো বাধা দিতে গেলে লোকজন নিয়ে হামলা করতে বাবলির উপরে। সেই রাগ থেকেই শনিবার সন্ধ্যায় খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে তারপর ভারী কিছু দিয়ে তার মুখ থেঁতলে খুন করে । প্রথমে দেহ লোপাট করার সিদ্ধান্ত থাকলেও পরে সিদ্ধান্ত বদলে নিজেই আত্মসমর্পণ করে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ এর পিছনে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ ।Related Articles
আবাস যোজনার তদন্তে কেন্দ্রীয় প্রতিনিধি দল।
পূর্ব মেদিনীপুর, ৫ জানুয়ারি:- রাজ্য জুড়ে আবাস প্লাস যোজনার দুর্নীতির প্রতিবাদ সর্বত্রই। আবাস দুর্নীতির প্রতিবাদে ব্লকে ব্লকে ডেপুটেশন বিরোধিদের। বৃহস্পতিবার আবাস প্লাস যোজনার তদন্তে পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে এলেন কেন্দ্রীয় গ্রামন্নোয়ন দপ্তরের প্রতিনিধি দল। তিন জনের প্রতিনিধি দল এদিন সাড়ে বারোটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলা শাসক ভবনে পৌছায়। কেন্দ্রীয় টিমকে স্বাগত জানালেন জেলা শাসক পূর্ণেন্দু […]
শুক্রবার রাজ্যজুড়ে করোনার টিকাকরণ-প্রক্রিয়ার মহড়া বা ড্রাই রান করা হবে।
কলকাতা , ৬ জানুয়ারি:- শুক্রবার রাজ্যজুড়ে করোনার টিকাকরণ-প্রক্রিয়ার মহড়া বা ড্রাই রান করা হবে। স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গিয়েছে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে এরাজ্যে ভ্যাকসিন আসতে পারে। তাই জেলা গুলিকে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা-সহ দেশের ৪ জায়গায় ভ্যাকসিন মজুত করার জন্য বড় কেন্দ্র তৈরি হয়েছে। প্রথম দফায় ৭০ থেকে ৮০ লক্ষ […]
রাজপুর সোনারপুর পুরসভার বনহুগলী পঞ্চায়েত ও খেয়াদহ পঞ্চায়েত এলাকা অতিস্পর্শকাতর হিসেবে ঘোষনা করা হয়েছে ৷
দ:২৪পরগনা,১৯ এপ্রিল:- এই বিষয়ে রাজপুর সোনারপুর পুরসভার প্রধান কার্যালয়ে উচ্চপর্যা্যয়ের বৈঠক হয় ৷ এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১) কলকাতা লাগোয়া গড়িয়া ও গড়িয়া ষ্টেশন এলাকায় যাতায়াত নিয়ন্ত্রন করা হবে ২)এই দুই জায়গায় বাজার ভাগ করে দেওয়া হবে৷ গড়িয়া ষ্টেশনে যে মাছের কাঁটা আছে সেটি আপাতত বন্ধ করে দেওয়া হচ্ছে ৩) পুরসভার বিভিন্ন জায়গায় […]