বাঁকুড়া,২২ ডিসেম্বর:- টাকা-পয়সা নিয়ে গন্ডগোলের জেরে স্বামীকে মাথা থেঁতলে খুন করল স্ত্রী । খুনের পর নিজেই প্রতিবেশীদের ঢেকে খুনের কথা স্বীকার করে থানায় আত্মসমপর্ণ করলেন বাঁকুড়ার বাসিন্দা বাবলি । স্ত্রী বৃহনা সম্প্রযাদের বলে জানা গেছে মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে বাঁকড়া থানার পুলিশ মৃতের নাম সুনীল পেশায় টোটো চালক কয়েকমাস আগেই বাবলির সঙ্গে বিয়ে হয় বালিতিকুরি সুনীলের সাথে প্রতিবেশীরা জানান বাবলি এলাকার বৃহন্নলা সম্প্রদায়ের সদস্য ছিলেন কাজে বেরিয়ে সুনীল এর সাথে আলাপ হয় বাবলির সেখান থেকে প্রেম তারপর বিয়ে করে দুজনেই সুনীল আদতে জগতবল্লভপুর এর বাসিন্দা । বছর পাঁচেক বালিটিকুরি এলাকায় বসবাস করতেন সুনীল ।
পুলিশের জেরায় বাবলি বলেন বিয়ের পর থেকে কোন কাজ করত না সুনীল স্ত্রীর রোজগারের পয়সায় আনন্দ ফুর্তি করে বেড়াতো বাধা দিতে গেলে লোকজন নিয়ে হামলা করতে বাবলির উপরে। সেই রাগ থেকেই শনিবার সন্ধ্যায় খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে তারপর ভারী কিছু দিয়ে তার মুখ থেঁতলে খুন করে । প্রথমে দেহ লোপাট করার সিদ্ধান্ত থাকলেও পরে সিদ্ধান্ত বদলে নিজেই আত্মসমর্পণ করে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ এর পিছনে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ ।Related Articles
মধ্যমিকের পর উচ্চ-মাধ্যমিকেও হুগলির জয়জয়কার।
সুদীপ দাস , ১৭ জুলাই:- মধ্যমিকের পর উচ্চ-মাধ্যমিকেও জেলার জয়জয়কার। প্রথম ১০জনের মধ্যে হুগলি জেলার মোট ২১জন কৃতি জায়গা করে নিয়েছে। বছর দুই আগের মত এবারের উচ্চ মাধ্যমিকেও হুগলি কলিজিয়েট গর্ভমেন্ট স্কুলের ছাত্র সেরার সেরা শিরোপার পদ দখল করলো। এই বিদ্যালয়েরই করনিকের পদে কর্মরত সমরেশ ব্যানার্জীর একমাত্র সন্তান ঐক্য ৪৯৯ নম্বর পেয়ে সর্ব্বোচ্চ স্থান দখল […]
এই সংকটময় অবস্থায় রক্তের অভাব মেটাতে রক্তদান শিবির ফুলিয়া কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে।
নদীয়া ২৪ এপ্রিল:- লকডাউনে সবকিছু থেমে থাকলেও, অসুস্থতা থেমে থাকে না। তা বাদে প্রচন্ড গ্রীষ্মের ব্লাড ব্যাঙ্ক গুলি ধুঁকতে থাকে রক্তাল্পতায়। সেই কথা মাথায় রেখে এবার এগিয়ে এল নদীয়ার শান্তিপুরের ফুলিয়া হসপিটালে রোগী কল্যাণ সমিতি। এদিন ওই সমিতির চেয়ারম্যান রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক শংকর সিং এর অনুপ্রেরণায় ফুলিয়া কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে একটি রক্তদান শিবিরের আয়োজন করা […]
কেন্দ্রীয় বাহিনীর নাকা চেকিং ব্যান্ডেলে।
হুগলি, ২ জুলাই:- নাকা চেকিং শুরু করল কেন্দ্রীয় বাহিনী। গতকাল রাতে ব্যান্ডেলে এসে পৌঁছায় এক কোম্পানী সিআরপিএফ। বাহিনীর জওয়ানদের নিয়ে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ ব্যান্ডেল মোর জিটি রোডে নাকা চেকিং শুরু করে। তল্লাসী চালায় একাধিক গাড়িতে। পঞ্চায়েত ভোটে বুথে বুথে নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা সে নিয়ে টানাপোড়েন চলছে। যা বাহিনী চাওয়া হয়েছিল তা পাওয়া যায়নি […]