কোচবিহার,১৭ ডিসেম্বর:- তৃণমূল বা বিজেপি নয় রাজনৈতিক ভাবে উত্তপ্ত কোচবিহারের ভেটাগুড়িতে সারা ভারত ফরওয়ার্ড ব্লক কার্যালয়ে বোমা উদ্ধারের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ভেটাগুড়িতে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ফরওয়ার্ড ব্লক কার্যালয় থেকে এই বোমা উদ্ধার করে। এ বিষয়ে কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মঙ্গলবার ছিল কুয়াশাছন্ন পরিবেশ। এইদিনই সাতসকালে বোমা উদ্ধারের ঘটনা ঘটে। সেখানে কিভাবে এই বোমা এলো তা নিয়ে শুরু হয়েছে পুলিশি তদন্ত।
এবিষয়ে কোচবিহার জেলা সারা ভারত ফরওয়ার্ড ব্লকের সম্পাদক অক্ষয় ঠাকুর বলেন, ভেটাগুড়িতে আমাদের দলীয় কার্যালয়ের বারান্দার চালের উপর থেকে বোমা উদ্ধার হয়েছে। আমরা এই ঘটনা একটি চক্রান্ত হিসেবেই দেখছি। পুলিশ ঘটনার উপযুক্ত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করুক এই দাবী করছি। অক্ষয় বাবু বলেন, এলাকায় তৃণমূল ও বিজেপি প্রতিদিনি বোমাবাজি করে থাকে একে অপরের বিরুদ্ধে। এরই পরিণতিতে ওই বোমা কো নো ভাবে আমাদের দলীয় কার্যালয়ের চালের উপর এসেছে।









