হুগলি,১৭ ডিসেম্বর:- সি এ বি ইন্টার ডিস্ট্রিক টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে জয় ছিনিয়ে অানলো হুগলি রিভার। স্বর্গীয় চঞ্চল ভাট্টাচার্যের স্মৃতিতে চন্দননগর স্পোর্টিং এসোসিয়েশনের উদ্যোগে সি এ বি ইন্টার ডিস্ট্রক টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট মানকুন্ডু স্পোর্টিং মাঠে গত ৬ ডিসেম্বর থেকে শুরু হয়।বিভিন্ন জেলা থেকে মোট ১৮ টিম এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল। গতকাল ছিল টুর্নামেন্টের ফাইনাল। নদিয়া সুপার ড্যাজ্লার্স ও হুগলি রিভার এর মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
টসে জিতে হুগলি রিভার প্রথমে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে মাত্র ৩৭ রান করে সমস্যায় পরে যায় এর পরই বাকিরা ব্যাট করতে নেমে পরিস্থিতি স্বাবাভিক করে।পরবর্তী সময়ে ২০ ওভারে ১৬০ রান করে হুগলি রিভার।অপরদিকে ব্যাট করতে নেমে ১৬০ রান তারা করতে গিয়ে নদিয়ার এই দলটি ২০ ওভারে ১৫৩ রানেই থামতে হয়। শেষে ৮ উইকেটে জয় পায় হুগলি রিভার।নৈশলোকে জমজমাট এই টুর্নামেন্টে মাঠে উপস্থিত ছিলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার রনদেব বসু,শিব শঙ্কর পাল সহ একাধিক প্রাক্তন খেলোয়াড়েরা। এদিন মাঠে দর্শকের উপস্থিতি ও উতসাহ ছিল চোখে পরার মতো।