কোচবিহারয়,১৭ ডিসেম্বর:- সরকারি অর্থানুকূল্যে একটি ডিপ টিউবওয়েল বসানো হয়েছিল ছাত্র-ছাত্রীদের বিশুদ্ধ পানীয় জল পান করার জন্য। বেশ কিছুদিন থেকে সেই চাপাকলটি বর্তমানে অকেজো হয়ে পড়ে আছে। ঘটনাটি মাথাভাঙ্গা ১ নং ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েত এলাকার অশোক বাড়ি জুনিয়ার হাই স্কুলের। জানা গেছে, ২০১০ সালে এই বিদ্যালয়টি জুনিয়র হাইস্কুলের অনুমোদন পায়। সরকারি তরফ থেকে বিদ্যালয়ের ঘরবাড়ি তৈরি করে দেওয়া হয়। সঙ্গে দেওয়া হয় একটি চাপাকল অর্থাৎ ডিপ টিউব ওয়েল। পানীয় জলের সুব্যবস্থা না থাকায় ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সকলেরই সমস্যায় পড়তে হয়। বিশেষ করে মিড ডে মিলের রান্নার জল এবং হাত-মুখ ধোয়ার জল এবং পান করার জল এই চাপা কল থেকে নেওয়া হত। বর্তমানে অকেজো থাকায় সমস্যা হচ্ছে ছাত্র-ছাত্রীসহ মিড ডে মিলে রাঁধুনিদের।
এ প্রসঙ্গে বিদ্যালয়ের সহ শিক্ষিকা সর্বাণী সাহা। জানান, কলটি বেশ কিছুদিন থেকে অকেজো হয়ে আছে, এটি মেরামত করে দিয়ে পানীয় জলের সুব্যবস্থা করলে সকলের সমস্যার সমাধান হবে। বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান শম্পা রায় চৌধুরী বলেন, বিষয়টি শুনেছি চাপাকলটি সচল করবার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে।
মাথাভাঙ্গা ১ নং ব্লকের বিডিও সম্বল ঝা কে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, চাপা কলটি যাতে খুব দ্রুত মেরামত করা যায় তার জন্য সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান এর গোচরে আনা হবে।