এই মুহূর্তে জেলা

দিঘায় ৩ কেজি ইলিশের দাম উঠল ১০ হাজার টাকা।

 

দিঘা,১৭ ডিসেম্বর:- জালে উঠল প্রায় ৩ কেজি ওজনের ইলিশ।সোমবার সকালে প্রমাণাকারের ওই ইলিশ মাছটিকে ঘিরে হইচই পড়ে যায় দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে।ওডিশার পরেশ কুমার সাউর ট্রলারের জালে রবিবার বিকেলে ইলিশটি ধরা পড়ে।জল থেকে টেনে তুলে ওজনের পর দেখা যায় নধর ওই ইলিশ মাছটির মোট ওজন ২ কেজি ৭০০ গ্রাম।সোমবার সকালে দিঘা মোহনায় অজিত হাজরার আড়তে মাছটি নিয়ে আসার পরই হুড়োহুড়ি পড়ে যায় ক্রেতা এবং বিক্রেতা, দু’‌পক্ষের মধ্যেই।ইলিশ নিয়ে সেলফি তোলার ধুম শুরু হয় পর্যটকদের মধ্যে। দীর্ঘ দরদামের পর সাড়ে ৩ হাজার টাকা কেজি দরে ইলিশটি বিক্রি হয়েছে মোট ৯ হাজার ৪৫০ টাকায়।বিশালাকার ইলিশটি কেনে কলকাতার এসডিআর নামের একটি কোম্পানি।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                            গত দু’বছরের মধ্যে দিঘা মোহনায় এটিই সবচেয়ে বড় আকৃতির ইলিশ বলে জানিয়েছেন আড়ৎকর্মী সুদীপ হাজরা।চলতি বছরে ইলিশের ব্যাপক সঙ্কট দিঘায়।বর্ষা এসে ফিরে গেলেও সেভাবে ইলিশের দেখা মেলেনি।তাছাড়া সচরাচর খুব বড় ইলিশ পাওয়া যায় না।তাই এই ধরনের ইলিশ ধরতে এবং বিক্রি করতে পেরে খুশি ট্রলার মালিক পরেশ।মরশুম শেষে তাঁর জালে ওঠা ইলিশের ওজনে আর দামের রেকর্ড তৈরি হল সোমবার।ছবি- ২ কেজি ৭০০ গ্রাম ওজনের পেল্লাই সাইজের সেই ইলিশ।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.