কোচবিহার,১৬ ডিসেম্বর:- নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে সোমবার কোচবিহারের পথে মিছিল সংগঠিত করল তৃণমূল। এইদিন শহরের মাভবানী মোড় থেকে তৃণমূল কর্মীরা এই বিলের বিরোধিতা করে শহর পরিক্রমা করে। এদিনের মিছিলে নেতৃত্ব দেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ, পার্থ প্রতিম রায়, বিষ্ণুব্রত বর্মণ, খোকন মিয়া, অভিজিৎ দে ভৌমিক সহ আরও অনেকে। জেলার বিভিন্ন প্রান্তের তৃণমূল কর্মীরা নো এনআরসি নো ক্যাব এই স্লোগান দিয়ে মিছিলে অংশ নেয়।
এপ্রসঙ্গে বিনয় বানু বলেন, দ্বিজাতি তত্বের ভিত্তিতে দেশ পরিচালনা করতে চাইছে কেন্দ্রীয় সরকার। এরা সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে গোটা দেশে। এরাজ্যে আমরা কোনো ভাবে এনআরসি হতে দেব না। আমরা চাই গোটা দেশে সংহতির বাতাবরন তৈরি হোক। এদিনের মিছিলে বহু সংখক তৃণমূল কর্মী অংশ নিয়ে কেন্দ্র বিরোধী স্লোগানে মুখরিত করে।