বাঁকুড়া,১৬ ডিসেম্বর:- মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো বাঁকুড়ার তালডাংরায়। রবিবার রাতে মনিপুর গ্রামে শ্মশানকালী মন্দিরে এই চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে এই চুরির ঘটনা প্রকাশ্যে আসে। এদিন গ্রামের মানুষ দেখেন মন্দিরের তালা ভাঙ্গা। মন্দিরে প্রতিমার বেশ কিছু গহনা সহ প্রণামী বাক্সের তালা ভেঙ্গে জমা থাকা টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তালডাংরা থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।