এই মুহূর্তে জেলা

চেন্নাই থেকে মৃত ভিক্টর রায়ের কফিন বন্দি দেহ হিন্দমোটরে পৌছালো।

হুগলি,৩ ডিসেম্বর:- অবশেষে চেন্নাই থেকে মৃত ভিক্টর রায়ের কফিন বন্দি দেহ হিন্দমোটরে পৌছালো।কর্মসূত্রে বছর দুয়েক আগে একটি বেসরকারি সংস্থায় যোগ দেয় ভিক্টর। গত ১৬ ই নভেম্বর তার মা ও বাবার সাথে দেখা করতে আসে হিন্দমোটরে ।এর পর ২৪ শে নভেম্বর আবার ভিক্টর চেন্নাই ফিরে যায় ।প্রতি দিনের মতো গত শুক্রবার ভিক্টর তার মায়ের সাথে শেষ কথা বলে এর পর শনিবার বহু চেষ্টা করেও যোগাযোগ করতে পারেনি ভিক্টরের সাথে অবশেষে শনিবার রাত ৭:৪০ নাগাদ চেন্নাই পুলিশ তার বাড়িতে ফোন করে জানায় তার মৃত দেহ একটি হোটেলের বাথরুমে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।মৃতদেহ আসার পরে কান্নায় ভেঙে পড়ে পরিবার সহ পাড়া প্রতিবেশী। শেষ শ্রদ্ধা জানাতে ছিলেন পৌরপ্রধান দিলীপ যাদব।পরিবারের দাবি ময়নাতদন্তে নিছকই আত্মহত্যা লেখা আছে সেটা তারা মেনে নিতে পারছে না,তারা ঘটনার উপযুক্ত তদন্ত চাইছে।