অঞ্জন চট্টোপাধ্যায়,৩০ নভেম্বর:- আই লিগের প্রথম ম্যাচে পাহাড়ে গিয়ে ড্র করল মোহনবাগান । শনিবার রাজীব গান্ধী স্টেডিয়ামে তারা গোলশূন্য ড্র করল আইজলের সঙ্গে । সবুজ-মেরুনের গঞ্জালেজ, বেইতিয়া, কলিনাসরা গোলের সুযোগ পেলেও , কাজে লাগাতে পারেননি । আইজলের বিদেশি ডিফেন্ডার রিজার্ড কাসাগা ও পোস্টের নীচে গোলরক্ষক লালরেমরৌতা ভাল খেলায় । ম্যাচের সেরা লালরেমরৌতাই। প্রথমার্ধে অবশ্য খারাপ খেলেনি মোহনবাগান। প্রাধান্য নিয়েই খেলছিল তারা। সেই সময় তারা বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। কিন্তু কাজের কাজটা করে উঠতে পারেনি কিবু ভিকুনার ছেলেরা দ্বিতীয়ার্ধে অবশ্য ভাল খেলে আইজল। কাউন্টার আটক নির্ভর ফুটবল খেলে তারা । পোস্টের নীচে ভাল খেলেন বাগান গোলরক্ষক দেবজিৎ। কখনও পোস্ট ছোট করে দিয়ে, কখনো এগিয়ে এসে উইলিয়ামস, আইজ্যাকদের আক্রমণ প্রতিহত করেন তিনি । মোহনবাগানের হয়ে নজর কাড়েন কলিনাস, সাইরাসরাও । উদ্বোধনী ম্যাচ বলেই হয়ত কোনও ক্লাবই ঝুঁকি নিতে চাইনি। না হলে ঘরের মাঠে ডিফেন্স আগলে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলত না আইজল। ঠিক তেমনই আইজলের দুই বিদেশির বিরুদ্ধে মোহনবাগানের পাঁচ বিদেশি খেলেও ফায়দা তুলতে পারেনি । কাগজে কলমে এগিয়ে থাকলেও পাহাড়ে বেশ কিছু প্রতিকূলতায় পড়তে হয় মোহনবাগানকে । বিশেষ করে সিন্থেটিক টার্ফের মাঠে । বল নিয়ন্ত্রণ করতে বেশ সমস্যা হচ্ছিল বেইতিয়াদের । তাও সুযোগ আদায় করে নিয়েছিল তারা । গোল হচ্ছে না দেখে প্ল্যান বি প্রয়োগ করেছিলেন কিবু ভিকুনা। ডিফেন্ডার মোরান্তের জায়গায় সালভা চামরোকে নামিয়ে সুহেরের সঙ্গে আক্রমণভাগে জুড়ে দিয়েছিলেন স্প্যানিশ স্ট্রাইকারকে । তাও গোল আসেনি বাগানের । শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে পাহাড় থেকে এক পয়েন্ট নিয়ে ফিরছে কলকাতার জায়ান্ট ক্লাবটি । আই লিগের প্রথম ম্যাচে পাহাড়ে গিয়ে ড্র করল মোহনবাগান । শনিবার রাজীব গান্ধী স্টেডিয়ামে তারা গোলশূন্য ড্র করল আইজলের সঙ্গে । সবুজ-মেরুনের গঞ্জালেজ, বেইতিয়া, কলিনাসরা গোলের সুযোগ পেলেও, কাজে লাগাতে পারেননি। আইজলের বিদেশি ডিফেন্ডার রিজার্ড কাসাগা ও পোস্টের নীচে গোলরক্ষক লালরেমরৌতা ভাল খেলায়। ম্যাচের সেরা লালরেমরৌতাই । প্রথমার্ধে অবশ্য খারাপ খেলেনি মোহনবাগান। প্রাধান্য নিয়েই খেলছিল তারা । সেই সময় তারা বেশ কিছু সুযোগ তৈরি করেছিল । কিন্তু কাজের কাজটা করে উঠতে পারেনি কিবু ভিকুনার ছেলেরা । দ্বিতীয়ার্ধে অবশ্য
ভাল খেলে আইজল। কাউন্টার আটক নির্ভর ফুটবল খেলে তারা । পোস্টের নীচে ভাল খেলেন বাগান গোলরক্ষক দেবজিৎ । কখনও পোস্ট ছোট করে দিয়ে, কখনো এগিয়ে এসে উইলিয়ামস, আইজ্যাকদের আক্রমণ প্রতিহত করেন তিনি। মোহনবাগানের হয়ে নজর কাড়েন কলিনাস, সাইরাসরাও।