স্পোর্টস ডেস্ক , ২৭ জুন:- নতুন মরশুমে এটিকে মোহনবাগান জার্সিতেই খেলবেন স্ট্রাইকার রয় কৃষ্ণা। ফিজির তারকা স্ট্রাইকারের সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি বাড়াল আইএসএলের কলকাতা দলটি। নতুন মরশুমে এটিকের সঙ্গে হাত মিলিয়ে আইএসএল খেলবে মোহনবাগান। কলকাতায় ফিরে নতুন দলের হয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছেন রয় কৃষ্ণা। গত আইএসএলে এটিকের আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন ৩২ বছর বসয়ী রয়। লাল-সাদা জার্সিতে ১৫ গোলের পাশাপাশি ছটা অ্যাসিস্ট ছিল তাঁর। অস্ট্রেলিয়ান স্ট্রাইকার ডেভিড উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে বিপক্ষ ডিফেন্ডারদের ঘুম কেড়ে নিয়েছিলেন রয় কৃষ্ণা। আরও এক বছরের জন্য এই জুটিকে ধরে রাখতে মরিয়া ছিল এটিকে-মোহনবাগান। উইলিয়ামসের সঙ্গে আগেই চুক্তি হয়ে গেছিল এটিকের। কিন্তু ফিজির স্ট্রাইকারকে পেতে ঝাঁপায় মুম্বই এফ সি। তাঁর কাছে অফার ছিল এ লিগের ক্লাবেরও। এমনকি ইউরোপের ক্লাবেরও অফার ছিল এটিকে স্ট্রাইকারের কাছে। তবে সব অফার পেছনে ফেলে শেষপর্যন্ত এটিকে মোহনবাগানকেই বেছে নিলেন তিনি। টুইটারে তারকা স্ট্রাইকার জানিয়েছেন চ্যাম্পিয়ন দলে ফেরার ব্যাপারে তাঁর কোনও দ্বিধাই ছিল না।
Related Articles
করোনা আতঙ্কে ২০ ঘন্টা গ্রামে পড়ে রইল মৃতদেহ।
পশ্চিম মেদিনীপুর , ২৮ জুলাই:- করোনা আতঙ্কে ২০ ঘন্টা গ্রামে পড়ে রইল মৃতদেহ, পুলিশের হস্তক্ষেপে শুরু হলো দাহ কাজ । এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের ডালিমাবাড়ি গ্রামের। জানাযায় ডালিমা বাড়ি গ্রামের অমিয় ভট্টাচার্য দীর্ঘদিন ধরে জ্বর উপসর্গ নিয়ে ভুগছিলেন হঠাৎ সোমবার বিকেলে শ্বাসকষ্টজনিত কারণে বাড়িতে মৃত্যু হয় তার। […]
তৃণমূল বিজেপি খন্ডযুদ্ধ, কলকাতা পুরনিগমে মাসিক অধিবেশনে ধুন্ধুমার।
কলকাতা, ১৬ সেপ্টেম্বর:- কলকাতা পুরনগমের মাসিক অধিবেশেনে ধুন্ধুমার। দফায় দফায় খণ্ডযুদ্ধ বাঁধল তৃণমূল এবং বিজেপি কাউন্সিলারদের মধ্যে। বাদানুবাদ গড়াল হাতাহাতিতে। পরিস্থিতি সামলাতে গিয়ে কার্যত হিমশিম খেতে হল মেয়র ফিরহাদ হাকিমকে। পুরনিগমের সাম্প্রতিক ইতিহাসে এধরণের ঘটনা বেনজির বলে পুর রাজনীতিকদের বড় অংশের অভিমত। ধুন্ধুমারকাণ্ড সামাল দিতে না পেরে অধিবেশন কক্ষ ত্যাগ করেন চেয়ারপার্সন মালা রায়। পরে […]
সিসি ক্যামেরায় মুরে ফেলা হয়েছে চন্দননগর, তিনটে কন্ট্রোল রুম থেকে চলবে নজরদারী।
হুগলি, ৬ নভেম্বর:- বেলুন, পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপের। এদিন চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, ডিজিপি রাজীব কুমার, পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, জেলাশাসক মুক্তা আর্য, মেয়র রাম চক্রবর্তী প্রমুখ। একইসঙ্গে শিশুদের জন্যে ব্যাচ এবং ভলান্টিয়ার ব্যাচেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাশাপাশি এদিন অনুষ্ঠান […]