হাওড়া, ৩ মে:- মঙ্গলবার দুপুরে হাওড়ার বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন কিঞ্জল কুশারী (২৮) নামের পেশায় ইঞ্জিনিয়ার দমদমের বাসিন্দা এক যুবক। ঘটনার একদিন পর কিঞ্জলের দেহ উদ্ধার হয় কলকাতার মেটিয়াব্রুজ সংলগ্ন নাদিয়াল থানা এলাকা থেকে। কলকাতা পুলিশের নাদিয়াল থানা এদিন সকালে গঙ্গায় দেহটি উদ্ধার করে। ভাঁটার টান থাকায় দেহটি গতকাল বালি থেকে মেটিয়াবুরুজের নাদিয়াল এলাকায় চলে এসেছিল বলে মনে করা হচ্ছে। পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মঙ্গলবার দুপুর ২টো নাগাদ বালি ব্রিজের বালিমুখী রাস্তার রেলিং টপকে ওই যুবক গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন।
ওই ঘটনার পর গঙ্গায় নৌকা নিয়ে তল্লাশির সময় পুলিশ নিমতলা ঘাটের কাছে একটি কালো রঙের ব্যাগ গঙ্গায় ভেসে যেতে দেখে। ঘুসুড়ির কাছ থেকে ব্যাগটি উদ্ধার হয়। ব্যাগের ভিতর থেকে একটি মোবাইল ফোন এবং কিছু কাগজপত্র উদ্ধার হয়। সেই কাগজ এবং মোবাইল ফোনের সূত্র ধরে ওই যুবকের পরিচয় মেলে। বাড়িতে যোগাযোগ করা হয়। তবে মঙ্গলবার রাত পর্যন্ত দেহ উদ্ধার হয়নি। প্রত্যক্ষদর্শীরা ঘটনা প্রসঙ্গে জানান,ওই যুবক ব্রিজের তিন নম্বর পিলারের সামনে থেকে আচমকাই জলে মরণঝাঁপ দেন। কি কারণে এই ঘটনা বালি থানার পুলিশ তদন্তে নেমেছে।