দ:২৪পরগনা,১ মে:- গলায় কৈ মাছ ঢুকে মৃত্যু, শোকের ছায়া পরিবারে । মৃতের নাম চুনো মন্ডল(৫০)। পেশায় আচার ব্যবসায়ী রাস্তায় ঘুরে ঘুরে আচার বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। লকডাউন এর প্রভাবে বন্ধ হয়ে গেছিল তার জীবন জীবিকা । তাই সংসার চালানোর তাগিদে বাড়ির পুকুর থেকে মাছ ধরে বিক্রি করতেন। এদিন সেই আশাতেই পুকুরে নেমেছিলেন। হাচা করে মাছ ধরছিলেন, তখন একটি কই মাছ ধরেন। সেটিকে মুখের মধ্যে দাঁত দিয়ে চেপে রেখে আবার মাছ ধরার চেষ্টা করেন। আর তাতেই বিপদ ঘটে। মুখ থেকে অসাবধানতা বশত গলায় কৈ মাছ গলায় ঢুকে যায়। তড়িঘড়ি বাড়ির লোকজন ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসতে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ক্যানিং থানা পুলিশ। শোকের ছায়া পরিবারে ও এলাকায়।