এই মুহূর্তে খেলাধুলা

কোলাডোর পাশে দাঁড়াচ্ছেন আলেজান্দ্রো।


অঞ্জন চট্টোপাধ্যায়,১৩ ডিসেম্বর:– নির্বাসিত কোলাডো। শো-কজের কারণে অন্তত ২০ ডিসেম্বর অবধি খেলতে পারবেন না তিনি। এই  অবস্থায় শনিবার ঘরের মাঠে ট্রাই এফসির বিরুদ্ধেও কোলাডোকে পাচ্ছে না ইস্টবেঙ্গল। যদিও এই অবস্থায় কোলাডোর পাশেই দাঁড়াচ্ছেন আলেজান্দ্রো। কোলাডোর বিরুদ্ধে ম্যাচ রেফারির যাবতীয় অভিযোগের উল্টো যুক্তি দিয়ে লাল-হলুদ কোচ জানালেন, “কোলাডোর একটা শট সেদিন বিপক্ষ ডিফেন্ডারের হাতে লাগে। এতে ইস্টবেঙ্গল পেনাল্টি পেতে পারত। কিন্তু রেফারি তা না দেখায় কোলাডো হতাশ হয়ে বলে লাথি মারেন।” আলেজান্দ্রো কিন্তু একবারও বলবয়ের গায়ে লাগার কথা বলেন নি।

There is no slider selected or the slider was deleted.


কিন্তু কোলাডোকে যদি ২২ ডিসেম্বরের ডার্বিতে কোনোভাবে না পাওয়া যায় তাহলে তা
ইস্টবেঙ্গলের পক্ষে কতটা ধাক্কার হবে? আলেজান্দ্রো এই প্রসঙ্গে কার্যত এড়িয়ে
গিয়ে জানালেন, “ফুটবল খেলাটা যেন ঠিকমত হয়।” এদিকে আই লিগে গোল করলেও মার্কোসের গোল মিসের সংখ্যা বেশি। যদিও মার্কোস বলছিলেন, “আমার কোনও চাপ নেই। আমি চাপমুক্ত হয়েই খেলি। কিন্তু কোলাডো না থাকলে আমাদের সমস্যা হবে।”
এদিকে এই ম্যাচে লাইসেন্স সমস্যায় নেই ট্রাউ কোচ ডগলাসও। এই নিয়ে ট্রাউয়ের
সহকারী কোচ সুরমণি সিং বলছিলেন, “লাইসেন্স সমস্যার জন্য ডগলাস ডাগ আউটেও
বসতে পারবেন না।”

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.