এই মুহূর্তে জেলা

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মহিলাদের সংবর্ধনা বৈদ্যবাটির দশ নম্বর ওয়ার্ডে,

হুগলি, ২৬ জানুয়ারি:- প্রতি বছরের মতো এবছরও ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বৈদ্যাবাটি পৌরসভার পৌরপ্রধান পারিষদ তথা জেলা তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি মাননীয় সুবীর ঘোষ (ভাই দা) মহাশয়ের উদ্যোগে বসে আঁকা প্রতিযোগিতা ও মহিলাদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ মাননীয় কল্যাণ ব্যানার্জী মহাশয়, বিধায়ক তথা জেলা সভাপতি মাননীয় অরিন্দম গুঁইন মহাশয়,

রাজ্য তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি মাননীয় কার্তিক ব্যানার্জী মহাশয়, শ্রীরামপুর বিধানসভার বিধায়ক ডা: সুদীপ্ত রায় মহাশয়, সভাধিপতি মাননীয় রঞ্জন ধারা মহাশয়, পৌরপ্রধান মাননীয় পিন্টু মাহাতো মহাশয়, শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান মাননীয় গিরিধারি সাহা মহাশয়, কর্মাধক্ষ্য মাননীয় সুবীর মুখার্জী মহাশয়, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী মাননীয়া প্রিয়াঙ্কা অধিকারী মহাশয়া সহ জেলা ও শহরের অন্যান্য নেতৃবৃন্দগণ