এই মুহূর্তে জেলা

জমজমাট হুগলি প্রেস ক্লাবের বাৎসরিক উৎসব।

হুগলি,৩০ ডিসেম্বর:- মরণোত্তর চক্ষুদান ও থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গঠনের বার্তা দিয়ে আলোয় ফেরার উৎসব ২০২৫ পালন করল হুগলি প্রেস ক্লাব। রবিবার শ্রীরামপুর প্রেস ক্লাব ভবনের নীচে গান্ধী ময়দান (আরএমএস)ময়দানে একঝাঁক দৃষ্টিহীন ও থ্যালাসেমিয়া আক্রান্তদের নিয়ে সাংস্কৃতিক উৎসব পালন করা হয়। ওই মঞ্চে উত্তরপাড়া লুই ব্রেইল মেমোরিয়াল স্কুল ফর সাইটলেস স্কুলের ১২ জন দৃষ্টিহীন পড়ুয়ারা সমবেত সঙ্গীত পরিবেশন করেন।

থ্যালাসেমিয়া প্রতিরোধকারী রমেশচন্দ্র দেব স্মৃতি রক্ষা সমিতি থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গঠনের জন্য সবাই কে সচেতন করেন। রাতে দৃষ্টিহীন ও থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সঙ্গে গানে গল্পে মেতে ওঠেন সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়। কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।