এই মুহূর্তে জেলা

চন্দননগরে ৭০ তম সাংবাদিক সম্মেলনে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি ঘোষণা।

হুগলি, ২৪ অক্টোবর:- আসন্ন জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এ বছরও চন্দননগর কেন্দ্রীয় পুজো কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো ৭০ তম সাংবাদিক সম্মেলন। স্থান ছিল চন্দননগর কুটির মাঠ সংলগ্ন সভাগৃহ। এই ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোকে আরও সুষ্ঠুভাবে ও বৃহৎ পরিসরে সম্পন্ন করতে সারা বছর ধরে ১৮০টি পুজো কমিটি একত্রে কাজ করে। এ বছর তিনটি নতুন পুজো কমিটি— সুভাষ পল্লী উত্তরপাড়া, শহীদ বেদী মানকুন্ডু এবং সুকান্তনগর মহিলা সমিতি — কেন্দ্রীয় কমিটির অন্তর্ভুক্ত হয়েছে।

আগামী ১লা নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা, যেখানে ৭০টি পুজো কমিটি অংশ নেবে। মোট ২৪৫টি লড়ি এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে — কোনো বারোয়ারির ৪টি, আবার কোনো কমিটির ৩টি লড়ি নিয়ে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানেই আলো, ঐতিহ্য ও একতা — তারই প্রস্তুতিতে সরগরম শহর।