এই মুহূর্তে জেলা

রাজ্যধরপুর পঞ্চায়েতের উপপ্রধানের উপর দুষ্কৃতী হামলার প্রতিবাদে তৃণমূলের মিছিল।

হুগলি, ১৮ অক্টোবর:- তৃণমূল পরিচালিত শ্রীরামপুরের রাজ্যধরপুর পঞ্চায়েতের উপপ্রধান দেবাংশু দের উপর জঘন্য দুষ্কৃতি হানার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় তৃণমূলের পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত হয়, প্রতিবাদ মিছিলে এলাকার বহু সাধারণ মানুষও পা মেলান। স্থানীয় নেতাজি গার্লস স্কুলের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে দীর্ঘ পথ পরিক্রমা করে এলাকার তালপুকুর বাজারের কাছে এসে শেষ হয়। এদিনের এই ধিক্কার মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা পরিষদ সদস্য প্রিয়াঙ্কা দে, শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান ইন কাউনসিল সন্তোষ কুমার সিং, রাজ্যধরপুর পঞ্চায়েতের প্রধান গোপা দে, প্রাক্তন প্রধান মোহন মন্ডল সহ তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল থেকে আওয়াজ ওঠে বৃহস্পতিবার যেভাবে রাজ্যধরপুর পঞ্চায়েতে উপপ্রধান দেবাংশু দে কে একদল দুষ্কৃতী নির্মমভাবে প্রহার করে, অভিযোগ দেবাংশু বাবুর অপরাধ ছিল দুষ্কৃতীরা একজন রাজমিস্ত্রি ঠিকাদার কে মাটিতে ফেলে নির্মমভাবে প্রহার করছিল।

এই ঘটনায় দেবাংশ বাবু মারপিট ছাড়াতে গেলে দুষ্কৃতীরা দেবাংশু বাবুর উপর চড়াও হয়। অভিযোগ তাকে মাটিতে ফেলে মারধর করা হয় এতে তার চশমা ভেঙে যায় এবং মুখে প্রচন্ড আঘাত লাগে। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন তাকে শ্রীরামপুরের ওয়ালস হসপিটালে নিয়ে গেলে দেবাংশু বাবুর ক্ষতস্থানে কয়েকটি সেলাই করতে হয়। এরপরই তিনি পুলিশকে পুরো বিষয়টি জানিয়ে অভিযোগ জানান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রীরামপুর থানার পুলিশ সুমন নাথ নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে, স্থানীয় মানুষজনের অভিযোগ বেশ কিছুদিন যাবত আবার এই পঞ্চায়েত এলাকায় দুষ্কৃতী উপদ্রব শুরু হয়েছে এবং তাতে স্থানীয় মানুষজনও আতঙ্কিত। এ ব্যাপারে কঠোরভাবে প্রবাসী পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে বলে এই দাবি তোলেন তারা।