হুগলি, ২৪ সেপ্টেম্বর:- ভারতের বিজেপি শাসিত রাজ্য গুলোতে বাঙালী ও বাংলা ভাষীদের হেনস্থার প্রতিবাদে চুঁচুড়ায় বাইক মিছিল সংগঠিত করল তৃনমূল যুব কংগ্রেস। হুগলি চুঁচুড়া পুরসভার ত্রিশ নম্বর ওয়ার্ড রাজ রাজেশ্বরী তলা থেকে শুরু হয়ে তালডাঙা, তোলাফটক, ফুলপুকুর, গোরস্থান, পীরতলা, পেয়ারাবাগান, কারবালা, পাঙ্খাটুলি, চকবাজার, বালিরমোর, ব্যান্ডেল চার্চ, ত্রিকোন পার্ক, সাহাগঞ্জ, ষষ্ঠীতলা হয়ে ঝাঁপপুকুর এক নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। অসিতের মাথায় হেলমেট থাকলেও বাকি বাইক সওয়ারীদের মাথায় হেলমেট দেখা যায়নি। চুঁচুড়ায় বাইক মিছিল হলেও দেখা যায়নি, চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায়, নব নিযুক্ত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার যুব সভা নেত্রী, প্রিয়াঙ্কা অধিকারীকে।
প্রিয়াঙ্কা চুঁচুড়ারই বাসিন্দা। আর এই প্রসঙ্গেই বিজেপি জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ এর কটাক্ষ, বাংলা বা বাঙালির জন্য তৃণমূলের কোন চিন্তা নেই। এটাই যদি থাকতো তাহলে ২৬ হাজার শিক্ষকের চাকরি যাওয়ার পরেই তারা রাস্তায় নামতেন। আর বাইক মিছিল করছে শাসক দল তাদের মাথাতেই হেলমেট নেই। ওরাই আইন তৈরি করে ওরাই আইন ভাঙ্গে। আসলে তৃণমূল চুঁচুড়ায় গোষ্ঠীদ্বন্দ্বে বিভক্ত।তাই বিধায়ক অস্তিত্ব জানান দিতে বাইক মিছিল করছেন। বিধায়ক অসিত মজুমদারের দাবী, নির্বাচনের সময় হলে বাইক মিছিলের অনুমতি নিতে হয় অন্যথায় নয়। যেহেতু এটা শহর তৃনমূল যুব কংগ্রেসের কর্মসূচি তাই জেলা নেতৃত্ব উপস্থিতি থাকল কিনা সেটা বিষয় নয়। যুব তৃনমূলের ডাকে মিছিল সেখানে তৃনমূলের কি আছে। কেন মাথায় হেলমেট নেই এ প্রশ্নে নতুন যুব সভাপতি অর্পন মজুমদার বলেন,দলের সঙ্গে কথা বলব।