এই মুহূর্তে জেলা

দুর্গাপুজোর প্রাক্কালে মেগা হেল্থ চেক আপ ক্যাম্প রিষড়া সাধন কাননে।

হুগলি, ২১ সেপ্টেম্বর:- মহালয়ার পূর্ণ লগ্নে রিষড়া সাধন কানন সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে একটি মেগা হেল্প চেকআপ ক্যাম্পের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার সকালে এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন রিষড়া পুরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র। এবছর সাধন-কাননের পুজো ৬৫ তম বর্ষে পদার্পণ করল।

এই দীর্ঘ বছর ধরে অত্যন্ত শ্রদ্ধা এবং নিষ্ঠাভরে পূজো করার পাশাপাশি সমাজসেবা মূলক কাজের সঙ্গে যুক্ত থাকে পুজো কমিটির সদস্যরা। সেই রকমই একটি মহৎ প্রয়াস কমিটির উদ্যোগের করা হলো। এ ব্যাপারে পুজো কমিটির অন্যতম কর্তা ডক্টর শিবাশীষ চট্টোপাধ্যায় জানান আজকে আমাদের এই পুজো কমিটির প্রাঙ্গনে প্রায় পাঁচশ মানুষের হেল্প চেকআপ করা হয়,

শিবিরে অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকবা উপস্থিত থেকে রোগীদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তাদের সু চিকিৎসার বন্দোবস্ত করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিষড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় সরকার, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ দাস সহ এলাকার বিশিষ্ট সুধীজনরা।