হুগলি, ২৬ আগস্ট:- রাস্তা আট ইঞ্চি পুরো করার কথা, সেটা কোথাও চার কোথাও ছয় ইঞ্চি হচ্ছে, প্রতিবাদে পোস্টার সিপিএম এর। তৃনমূল প্রাক্তন প্রধানেরও একই কথা। গতকাল কোন্নগর নবগ্রাম গ্রাম পঞ্চায়েতে তৃনমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। আজ সেই পঞ্চায়েতেই পোস্টার মারল সিপিএম।প্রকারান্তরে অভিযোগ মেনেও নিলো তৃনমূল। নবগ্রাম কলেজ রোড ঢালাই হচ্ছে। আট ইঞ্চি পুরো হওয়ার কথা ছিল সেই রাস্তা। বিরোধী সিপিএম এর অভিযোগ তা মানা হচ্ছে না। লোহার রড দিয়ে যে ভাবে রাস্তা করার কথা ছিল তাও হচ্ছে না। তারা উন্নয়নের বিরোধী না কিন্তু প্রস্তাব অনুযায়ী কাজ না হলে তার প্রতিবাদ হবে। এই মর্মে নবগ্রামে একাধিক পোস্টার মারে সিপিআইএম। আর সিপিআইএম এর এই অভিযোগকে কার্যত মেনে নিয়ে প্রাক্তন তৃণমূল প্রধান বর্তমান সদস্য শিবানী দত্ত বলেন, রাস্তার আট ইঞ্চি করার কথা ছিল সেটা ছয় ইঞ্চি হয়েছে।
আমরা এটা নিয়ে প্রতিবাদ করেছি। প্রধানের অফিসে।আমরা সিডিউল চেয়েছি প্রধানের কাছে। প্রধান বলেছেন সিডিউল তাকে দেওয়া হয়নি। কোনো সিডিউল ওয়ার্ক ওর্ডার ছাড়া রাস্তা হয়ে যাবে এটা তো হয়না। এখন সিপিএম এটাকে ইসু করছে।দশ বছর এরকম কোনো পোস্টার পরেনি পঞ্চায়েতে। সামনে বিধানসভা নির্বাচন সিপিএম জায়গা পেয়ে গেছে। ওরা মাথাচারা দিয়ে উঠেছে। পঞ্চায়েতের বিরোধী দলনেতা সিপিএমের জয়দীপ মুখোপাধ্যায় বলেন, মানুষের ট্যাক্সের টাকায় রাস্তা হচ্ছে। সেখানে বালি পাথর সিমেন্ট রড যা নির্মান সামগ্রী দেওয়ার কথা তা দেওয়া হচ্ছে না। এক দের বছরে রাস্তা আবার নষ্ট হয়ে যাবে। নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অলক পাল বলেন, পঞ্চায়েত সমিতি থেকে রাস্তার এস্টিমেট করা হয়েছিল। হযরত সমিতির যারা ইঞ্জিনিয়ার আছে তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা জানিয়েছে সব জিনিস ঠিক আছে। রাস্তা তৈরী শেষ হলে আপনারা দেখে নেবেন। রাস্তা তৈরির পঞ্চাশ শতাংশ টাকা কাজ শেষ হলে ঠিকাদার পাবে। বিরোধী সিপিএমের কোন কাজ নেই তারা রাত জাগে আর শুধু পোস্টার মেরে বেড়ায়।