হুগলি, ৩ আগস্ট:- তৃনমূল নেতার হত্যাকারীদের শাস্তির দাবীতে কালো ব্যাজ পরে মৌন মিছিল কানাইপুরে। হাঁটলেন পরিবহন মন্ত্রী, পুর প্রধান, পঞ্চায়েত প্রধান সহ এলাকার সাধারন বহু মানুষ এবং ব্যবসায়ীরা। কানাইপুর গ্রাম পঞ্চায়েতের তৃনমূল সদস্য ছিলেন পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না। গত ৩০ জুলাই সন্ধায় তাকে নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হয়। ঘটনার তদন্তে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। কানাইপুরের এক সময়ের গ্যাংস্টার বাঘা ও তার ভাই বিশা এই খুনের মূল পান্ডা বলে জানিয়েছে পুলিশ। ভাড়াটে খুনি দিয়ে পিন্টুকে সরানোর ছক কষা হয়েছিল।
জমি কেনাবেচা নিয়ে গন্ডোগোলের জেরে এই খুন বলে জানতে পেরেছে পুলিশ। মুন্না শাসক দলের নেতা হলেও তার সঙ্গে সবার ভালো সম্পর্ক ছিল। সামাজিক কাজ মানুষের জন্য কাজ করতেন। তাই এলাকায় তার শত্রু থাকতে পারে ভাবতে পারছেন না তৃনমূল কর্মিরা। পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী বলেন, আমরা একসঙ্গে পড়েছি। আমার বন্ধু ছিল। তাই সব সময় আলোচনা করত কি করে কাজ করা যায়। পুলিশ বাহাত্তর ঘন্টার মধ্যে দুষ্কৃতিদের ধরেছে। যারা মুন্নাকে মেরেছে কেউ ছাড় পাবেনা। তাদের শাস্তি হবে।