এই মুহূর্তে জেলা

ভারত সরকারকে অনুরোধ করব রহিঙ্গা চিহ্নিত করে যোগিজির থেকে বুলডোজার নিয়ে কাঁটাতারের ওপারে ছুঁড়ে ফেলে দিন, হুগলিতে।

হুগলি, ২৮ জুলাই:- মগড়া রামকৃষ্ণ সিনেমা হল থেকে তিন কিলোমিটার রাস্তা পদযাত্রা করেন বিরোধী দলনেতা। বৃষ্টির মধ্যে ভিজে বিজেপি কর্মীরা পদযাত্রায় পা মেলান। মগরা স্টেশনের পাশে সভা করেন শুভেন্দু। সেখানে তিনি বলেন, বিজেপিকে আনুন, টাটাদের হাতে পায়ে ধরে ফিরিয়ে আনব। ছেলেদের কাজ হবে। আট মাস পর টাটাদের ফেরাবো। এয়ারপোর্ট থেকে সচিবালয় কতদূর সেটা দেখতে এসেছিল টাটারা। মুখ্যমন্ত্রী বোলপুরে প্রশাসনিক সভায় বলেছেন, ক্যাম্প তৈরী করুন। যারা পরিযায়ী তার তো এখানে বাড়ি আছে। তাদের জন্য কেন ক্যাম্প করতে হবে। বাঙালি টাঙালি কিছু না রহিঙ্গাদের বাঁচাতে চায়। ভাষা আন্দোলন করছেন। কি সুন্দর ভাষা। অসিত মজুমদার বলছে জিহাদ। যেটা আরবি ভাষা। গোঘাটের নারায়ন পাঁজা বলছে যে পোস্ট করছে সব মিথ্যা প্রমান হয়েছে। মমতা দিল্লী নিয়ে যেটা করেছে সেটাও মিথ্যা প্রমানিত হবে। সিএএ করেছেন মোদি। ধর্মিয় উৎপীড়নের কারনে যারা ভারতে আশ্রয় নেবে তাদের নাগরিকত্ব দেবে। রহিঙ্গাদের? রেশন কার্ড ভোটার কার্ড জব কার্ড করে দেখুন আন্দোলন হবে। বাংলার মহিলা মুখ্যমন্ত্রী ১৪ বছর স্বাস্থ্য মন্ত্রী পুলিশ মন্ত্রী। তার আমলেই নারীদের সম্মান নেই। নারীর সম্মান যাত্রার মধ্যে দিয়ে বাংলার মা বোনেদের সম্মান ফিরিয়ে আনতে চাই। মোদীজি একমাত্র লোক যিনি নারী শক্তিকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। আনুন বিজেপিকে বিজেপি কি করবে অনেকেই জিজ্ঞেস করেন।

বিজেপি যখন ভোট করতে যাবে কেন্দ্রীয় নেতা জাতীয় নেতারা আসবেন।সংকল্প পত্র বেরোবে। যেখানে ভোট হয়েছে সংকল্পপত্র অনুযায়ী সব কাজ হয়েছে। আনুন বিজেপিকে, প্রতিবছর এসেছি একটাও ভেকেন্সি থাকবে না। ও এম আর এ পরীক্ষা। সিঙ্গুরে কি সর্বনাশ করেছে মমতা।আটমাস পর টাটা আসবে। শিক্ষিত বেকাররা কাজ পাবে। আমাদের সাথে কোন ভারতীয় মুসলমানের ঝগড়া নেই। কোন শিক্ষিত মুসলমান বিবেক বুদ্ধি অনুযায়ী আপনারা ভোট দিতে পারেন পান্ডুয়াতে ধনেখালিতে জাঙ্গিপাড়ায়। মোদি যেসব প্রকল্প করেছে তা সবার জন্য। বুম বাইটে বলেন, বাংলা ভাষা নিয়ে চিৎকার করছেন। পাশে যাকে নিয়ে ঘুরছেন সে কিছুদিন আছে বলেছিল পশ্চিমবঙ্গে পঞ্চাশ শতাংশ মানুষ উর্দুতে কথা বলবে। উনি বাংলা ভাষার জন্য কথা বলছেন ৮ হাজারের উপর স্কুল বন্ধ করেছেন। আজকে সব অভিভাবকরা বেসরকারি স্কুলে ভর্তি করতে বাধ্য হচ্ছেন। বাংলাদেশী মুসলমান রোহিঙ্গাদের অন্য রাজ্য যাদের তাড়াচ্ছে উনি এখানে রাখবেন তাদের। ভারতীয়রা সেই হিন্দু হোন আর মুসলমান হোন খুব সাবধান। আপনার রেশন খাবে জমি খাবে। এদের দিয়ে ভোট করাবে, ভোট নেবে। আর বিজেপির মাথা ফাটাবে।